মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি এই তথ্য জানিয়েছেন।
আজ, শুক্রবার সকাল ১০টায় ভান্ডারা জেলার ওই কারখানার এলটিপি (LTP) সেকশনে ঘটে বিস্ফোরণটি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, বিস্ফোরণের ফলে একটি ইউনিটের ছাদ ধসে পড়ে, যেখানে অন্তত ১৪ জন কর্মী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের দাবি, এখন পর্যন্ত দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এক জেলা কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “ভান্ডারায় জওহর নগর অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের পর দমকল বাহিনী ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে। ধসে পড়া ছাদ সরানোর জন্য জেসিবি মেশিন ব্যবহার করা হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী পাঠানো হয়েছে। দমকল কর্মী, পুলিশ, ভূমি রাজস্ব আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি, উদ্ধার কাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-কেও মোতায়েন করা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন মহারাষ্ট্র কংগ্রেস প্রধান নানা পটোল। তিনি বলেন, “এটি মোদি সরকারের চূড়ান্ত ব্যর্থতা।”
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।