DANTEWADA

ওয়েবডেস্ক: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তীসগঢ়ে নিহত হল কমপক্ষে ৮ মাওবাদী। মৃত্যু হয়েছে দু’ জন সিআরপিএফ জওয়ানেরও।

সুকমা জেলার সকলার গ্রামে সোমবার সকাল থেকে শুরু হয় সংঘর্ষ। ছত্তীসগঢ় পুলিশ এবং সিআরপিএফের কোবরা দলের যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের ব্যাপক গুলির লড়াই হয়।

সুকমার এসপি অভিষেক মিনা জানিয়েছেন, এই মুহূর্ত সংঘর্ষ চলতে থাকায় এখনও মৃত মাওবাদী এবং দুই জওয়ানের দেহ উদ্ধার করা যায়নি। তবে তিনি বলেন, অন্তত আরও একজন মাওবাদী এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। তার থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবারও একটি সংঘর্ষ হয়েছিল রাজ্যের বিজাপুর জেলায়। সেখানে নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল দু’জন মাওবাদী। আহত হয়েছিলেন একজন জওয়ানও। মাওবাদীরা রয়েছে, এই সন্দেহে যৌথ বাহিনীর তল্লাশি চলাকালীনই এই ঘটনা ঘটে।

সেই সংঘর্ষ প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। মৃত এক মাওবাদীর কাছ থেকে .৩০৩ রাইফেল ছাড়াও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here