নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হল সোমবার। গত টানা চার দিন ধরে দৈনিক সংক্রমণ এক হাজারের ওপরে থাকার পর সোমবার তা কমে এল তিন সংখ্যায়। মৃতের সংখ্যাও কমে গেল দশের নীচে।
ভারতের করোনা তথ্য
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। এর ফলে দেশে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৩৬ হাজার ১৪২ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯২৯ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৫ লক্ষ ৩ হাজার ৩৮৩ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় ৭৪ জন সক্রিয় রোগী কমেছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৫৮ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৬৯১। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশ।
উল্লেখযোগ্য রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণ
১) কেরল – ২২৩
২) দিল্লি– ১৪৩
৩) মহারাষ্ট্র – ৯০
৪) কর্নাটক – ৫৬
৫) তামিলনাড়ু – ৩০
৬) পশ্চিমবঙ্গ – ১৭
৭) ওড়িশা -৮
৮) রাজস্থান-১১
আরও পড়তে পারেন
রামনবমীতে আমিষ খাবারে বাধা, এবিভিপি-এসএফআই সংঘর্ষে জেএনইউয়ে আহত ৬
নৃত্যগুরু পলি গুহর ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে মঞ্চস্থ হল ‘শ্যামা’
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।