নয়াদিল্লি: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ৯ কোটি গ্রাহকের জন্য সুখবর। শনিবার সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইটারে লেখেন, এ বছর উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন। এর ফলে কোষাগার থেকে বছরে প্রায় ৬,১০০ কোটি টাকা ব্যয় বাড়বে।
একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, লিটার প্রতি পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ৬ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বছরে ১ লক্ষ কোটি টাকা কোষাগার থেকে দেবে কেন্দ্র। এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি লিটার পেট্রোলে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমবে।
আরও পড়তে পারেন:
বড়ো খবর! পেট্রোল সাড়ে ৯ টাকা, ডিজেলে ৭ টাকা দাম কমাল কেন্দ্র
কালবৈশাখীর তাণ্ডব! কলকাতা ও বর্ধমানে মৃত ২
নাম ভানওয়ারলাল জৈন, মুসলমান ভেবে এলোপাথাড়ি মারে মৃত্যু প্রবীণের, অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী
নিজাম প্যালেস থেকে বেরোলেন পরেশ, এ বার কি পার্থর সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ?
নভজ্যোত সিংহ সিধু এখন কয়েদি নম্বর ২৪১৩৮৩, ঠিকানা পটীয়ালা জেল, ব্যারাক নম্বর ৭