ত্রিশূরে কেএসআরটিসি বাসে এক যাত্রী ৩৭ বছর বয়সী মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তিরুনাভায়া গ্রামের বাসিন্দা লিজেশের স্ত্রী সেরিনা বুধবার আঙ্গামালি থেকে থোত্তিলপালাম যাওয়ার পথে বাসে ভ্রমণ করছিলেন। পেরামাঙ্গালাম পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর তিনি প্রসব বেদনা অনুভব করেন এবং তাঁকে তৎক্ষণাৎ ত্রিশূরের আমলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আমলা হাসপাতালের মুখপাত্র বলেন, “কেএসআরটিসি কর্মীরা বুঝতে পারার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২.৩০ টায় বাসটি সেখানে পৌঁছায়। ডেলিভারি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। ডাক্তার ও নার্সরা শিশুটিকে বের করতে সাহায্য করেন।’’ তিনি গর্ভাবস্থার নবম মাসে ছিলেন এবং হাসপাতালে যাচ্ছিলেন।
সেরিনা পাঁচ সন্তানের মা, এবং মা ও সন্তানের অবস্থা স্থিতিশীল। পেরামাঙ্গালাম পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। শিশুটিকে এনআইসিইউ (নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট)-তে স্থানান্তর করা হয়েছে। সেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” তাঁর স্বামী লিজেশও ঘটনাস্থলে পৌঁছেছেন।
দেখুন সেই ভিডিয়ো
In what looked like a scene out of a movie, doctors at Amala Hospital in Kerala's Thrissur did the unthinkable.
— The New Indian Express (@NewIndianXpress) May 30, 2024
A 37-year-old woman passenger in a KSRTC bus went into labour and was immediately taken to the hospital in the bus. As the delivery was almost over, wasting no time,… pic.twitter.com/0wsOLS5jKq