Homeখবরদেশফের ত্রিপুরা সফরে অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি

ফের ত্রিপুরা সফরে অভিষেক, রয়েছে একাধিক কর্মসূচি

প্রকাশিত

ত্রিপুরা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১৬ তারিখে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। জমি দখলের লড়াইয়ে ময়দানে নেমেছে শাসক বিরোধী সব পক্ষই। ইতিমধ্যেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে সে রাজ্যে প্রচার সেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক। শুক্রবার ত্রিপুরা উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দু জায়গায় সারবেন জনসভা। অভিষেকের সফরের আগে সাজো সাজো রব ত্রিপুরায়। বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় অভিষেকের সফরের কথা।

তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালেই ত্রিপুরা রওনা দেবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমলপুর এবং কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় জনসভা করার কথা রয়েছে তাঁর। দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কমলপুরে অভিষেকের জনসভা রয়েছে। তারপর দুপুর ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেবেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, দিন দুয়েক আগে, গত সোমবারই ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সফরসঙ্গী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে আগরতলায় পদযাত্রা করেন তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে একটি জনসভাও করেন। সেই সভা থেকে একসঙ্গে ত্রিপুরায় বদলের ডাক দেন মমতা-অভিষেক। তৃণমূল ত্রিপুরায় সরকার গড়লে ত্রিপুরাবাসী বাংলার উন্নয়নেরও সুবিধা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত বিজেপি, তৃণমূল- দু-পক্ষই। একদিকে যেমন জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির, তেমনই জমি দখল করতে চেষ্টার খামতি রাখছে না ঘাস-ফুল শিবির। অন্যদিকে জোট বেধেছে বাম – কংগ্রেস। সবমিলিয়ে যথেষ্ট উত্তপ্ত ত্রিপুরা রাজনৈতিক মহল।

সাম্প্রতিকতম

কেজরিওয়াল-কাণ্ডে মন্তব্য নিয়ে কূটনীতিককে তলব ভারতের, ‘স্বচ্ছ’ প্রতিক্রিয়া আমেরিকার

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র...

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...

আরও পড়ুন

দেশে কর্মহীনদের বেশির ভাগ শিক্ষিত যুবক-যুবতী, বলছে রিপোর্ট

এই শতাদ্বীর গোড়ার দিকে শিক্ষিত যুবদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশ। বর্তমানে দেশে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা ৭৬.৭ শতাংশ এবং ৬২.২ শতাংশ যুবতী। 

ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৬ মাওবাদী

নয়াদিল্লি: ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুলির লড়াইয়ে...

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবের প্রশংসায় ইতালির কনস্যুলেট জেনারেলের চিঠি

কলকাতা: সম্প্রতি শেষ হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত অষ্টাদশ বর্ষের আন্তর্জাতিক ইতিহাস উৎসব।...