তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে মুম্বই উড়ে গেলেন। তৃণমূল সূত্রে জানা গেছে, উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়েই মুম্বই গিয়েছেন অভিষেক। সন্ধ্যায় মুম্বইয়ে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরের দিনই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই বৈঠক সম্পন্ন হয়েছে। এরপরেও অভিষেক জোট শরিকদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন।
বৃহস্পতিবার সকালে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে নিয়ে তিনি গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বাড়িতে। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক চলে। এরপর অভিষেকের বাড়িতে আসেন আপের রাজ্যসভার দুই সাংসদ রাঘব চড্ডা এবং সঞ্জয় সিংহ। এছাড়াও, সকাল থেকে অভিষেক ফোনে ‘ইন্ডিয়া’র একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে খবর তৃণমূল সূত্রে।
আরও পড়ুন। বিমানবন্দরে কঙ্গণাকে সপাটে চড় সিআইএসএফ জওয়ানের, কেন মারলেন, জানালেন অভিযুক্ত
‘ইন্ডিয়া’র পাওয়া ২৩৩টি আসনের মধ্যে ২৯টি রয়েছে তৃণমূলের। সংখ্যার বিচারে জোট শরিকদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। এই ঘটনাক্রমে বোঝা যাচ্ছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে শক্তিশালী করতে এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য যৌথ কৌশল তৈরির লক্ষ্যে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#WATCH | Vijayawada, Andhra Pradesh: TDP chief Chandrababu Naidu and party MPs leave for Delhi to attend tomorrow's NDA meeting. pic.twitter.com/LiKKlhCAba
— ANI (@ANI) June 6, 2024
বৈঠকের পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাংবাদিকদের যা বললেন
#WATCH | Shiv Sena (UBT) leader Sanjay Raut says, "Today, TMC national general secretary Abhishek Banerjee and party leader Derek O'Brien met with Shiv Sena chief Uddhav Thackeray. There was a long talk. Many leaders talked to Uddhav Thackeray on the phone today. Narendra Modi… pic.twitter.com/vyyIEjEWAd
— ANI (@ANI) June 6, 2024