নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ রামিয়া। ‘পাকিস্তান মোটেই নরক নয়’— এই মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছে। কর্ণাটকের আদালতে আইনজীবী কাটনামানে ভিত্তাল গৌড়া এই অভিযোগ দায়ের করেছেন। আগামী শনিবার মামলার শুনানি।
ইসলামাবাদে অনুষ্ঠিত যুব আইন প্রণেতাদের সার্ক সম্মেলনে গিয়েছিলেন রামিযা। দেশে ফিরে কন্নড় অভিনেত্রী মন্তব্য করেন, “পাকিস্তান মোটেই নরক নয়। সেখানকার মানুষরা আমাদেরই মতো। ওঁরা আমাদের খুব যত্ন করেছেন”। তার পর থেকে এই বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিরদ্ধে বিদ্বেষের ঝড় উঠেছে।
গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর মন্তব্য করেন, “পাকিস্তানে যাওয়া মানে নরকে যাওয়া।” প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেই এই বিতর্কিত মন্তব্য করেন রামিয়া।
তাঁর বক্তব্য, তিনি কোনও ভুল কথা বলেননি। নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মাত্র। এটা গণতান্ত্রিক অধিকার।
৩৩ বছরের এই অভিনেত্রী বিস্ময় প্রকাশ করে বলেছেন, “মানুষ ঘৃণা ছড়াতে চাইলে সেটা আইনসম্মত কাজ আর যাঁরা সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে চান তাঁরাই হয়ে যান আইনবিরোধী।”
Who are our enemies?
We talk of terrorism across the border, let’s not forget what we do to our own fellow men. https://t.co/pvQ3HAyYfo— Divya Spandana/Ramya (@divyaspandana) August 22, 2016
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।