দেশ
‘টুলকিট’ মামলায় গ্রেফতার পরিবেশকর্মী দিশা রবির জামিন মঞ্জুর দিল্লি আদালতে
অবশেষে দিশা রবির জামিন মঞ্জুর করল আদালত।

খবর অনলাইন ডেস্ক: টুলকিট মামলায় গ্রেফতার পরিবেশকর্মী দিশা রবির (Disha Ravi) জামিন মঞ্জুর করল দিল্লির একটি আদালতে।
এ মাসের শুরুর দিকে ২২ বছর বয়সি সমাজকর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলনকে সমর্থন করে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে একটি ‘টুলকিট’ (toolkit) পোস্ট করেন। সেটার উৎস খুঁজতে তদন্তে নামে পুলিশ। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় দিশাকে। মঙ্গলবার বিকেলে এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।
এ দিন পুলিশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মার আদালতে হাজির করে দিশাকে। পুলিশের তরফে আরও চার দিনের হেফাজতের জন্য আবেদন করা হয়। তবে রবির জামিন মঞ্জুর করে আদালত পুলিশের দাবি খারিজ করে।
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ থুনবার্গের টুইট করা টুলকিট সম্পর্কিত একটি মামলা দায়ের করে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপলোড করা ‘টুলকিট ডকুমেন্ট’ (toolkit document)-এর সঙ্গে ২৬ জানুয়ারির হিংসাত্মক ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করে দিল্লি পুলিশ (Delhi Police)।
পুলিশ আগেই জানিয়েছিল, টুলকিটটি প্রথমে গুগল ডকে আপলোড করার পর, সেটিকে টুইটারে শেয়ার করা হয়। তারা “টুলকিট” এ উল্লিখিত ইমেল আইডি, ডোমেন ইউআরএল এবং কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে বিশদ চেয়েছিল গুগলের কাছে। সেই সূত্র ধরেই বেঙ্গালুরু থেকে দিশাকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি এই মামলায় গ্রেফতার করা হয় আরও দুই সমাজকর্মী নিকিতা জেকব এবং শান্তনু মুলুককে। তাঁদের বিরুদ্ধে খালিস্তানি-পন্থী গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগও উঠেছে।
গত সপ্তাহে দিশার জামিনের শুনানি চলাকালীন পুলিশ তাঁদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জড়িত থাকার এবং সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাস্তায় হিংসা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে। তবে বিচারক পুলিশের বক্তব্যকে ‘অনুমান’ হিসেবেই অভিহিত করেছিলেন।
বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে: শনিবারেও দিশা রবির জামিন হল না, দিল্লি পুলিশের ‘অনুমান’ নিয়ে প্রশ্ন বিচারকের
দেশ
বাড়ছে উদ্বেগ! করোনায় নতুন করে আক্রান্ত ১৬ হাজারের বেশি
এক ধাক্কায় ২ শতাংশের উপরে উঠল দৈনিক করোনা সংক্রমণের হার!

খবর অনলাইন ডেস্ক: ভারতের করোনা-গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার হল ১৬ হাজারের গণ্ডি, অন্য দিকে দৈনিক সংক্রমণের হার ফের উঠে গেল ২ শতাংশের উপর। সবে মিলে এক দিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার।
নতুন আক্রান্ত ১৬ হাজারের বেশি
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৪৬ হাজার ৯১৪। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৩৮ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৪ হাজার ৮০১ জন। বর্তমানে দেশে ১.৩৭ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যায় অনেকটাই বেড়ে গিয়েছে এবং সেটা হয়েছে মহারাষ্ট্রের কারণেই। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১৩৮ জনের, এর মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ভারতে এখন মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৭০৫। মৃত্যুহার ১.৪২ শতাংশের আশেপাশে রয়েছে।
দৈনিক সুস্থতার সংখ্যাটি অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৯৯ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭ লক্ষ ৩৮ হাজার ৫০১ জন। দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৭.২১ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার ২-এর বেশি
দেশে সামগ্রিক ভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় দৈনিক সংক্রমণের হারের বড়োসড়ো পরিবর্তন ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৩৮৩টি। ফলে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ২.১০ শতাংশ।
এ দিকে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৩৮ লক্ষ ২৯ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর বিপরীতে এখন ৫.১৬ শতাংশ।
মহারাষ্ট্রে নতুন করে সংকট!
শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস সংক্রামিতের সংখ্যা বেড়ে গেল অনেকটাই। বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মুম্বইয়ে শেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৭ এবং সারা রাজ্যে এই সংখ্যা পৌঁছে গিয়েছে ৮ হাজার ৮০৭-এ।
[আরও পড়ুন এখানে ক্লিক করে: মহারাষ্ট্রে অব্যাহত করোনার দাপট, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯ হাজার!]
পশ্চিমবঙ্গের করোনা-পরিস্থিতি
১১ ফেব্রুয়ারির পর রাজ্যে নতুন সংক্রমণ ফের একবার দু’শোর ওপরে উঠেছে বুধবার। তবে সংক্রমণ বাড়ার অন্যতম কারণ হল টেস্টের সংখ্যায় বেশ বড়ো রকমের বৃদ্ধি আসা। এর ফলে মঙ্গলবারের থেকে সামান্য কমেছে সংক্রমণের হার।
[আরও পড়ুন এখানে ক্লিক করে: নতুন সংক্রমণ দুশো পার করলেও রাজ্যে সংক্রমণের হার ফের ১ শতাংশের নীচে]
দেশ
মহারাষ্ট্রে অব্যাহত করোনার দাপট, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯ হাজার!
মুম্বইয়ে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে বেড়ে দ্বিগুণ!

খবর অনলাইন ডেস্ক: শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস সংক্রামিতের সংখ্যা বেড়ে গেল অনেকটাই। বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মুম্বইয়ে শেষ ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৭ এবং সারা রাজ্যে এই সংখ্যা পৌঁছে গিয়েছে ৮ হাজার ৮০৭-এ।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লক্ষ ২১ হাজার ১১৯। একই সময়ে, আরও ৮০ জন রোগীর মৃত্যু হওয়ার কারণে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৩৭-এ।
বুধবার ২ হাজার ৭৭২ জন রোগীকে সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ৮ হাজার ৬২৩।
মুম্বই শহরে সব থেকে বেশি সংখ্যক নতুন করে কোভিড -১৯ আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বুধবার মুম্বইয়ে ১ হাজার ১৬৭ জন চিহ্নিত হওয়ার পাশাপাশি নাগপুর জেলা (নাগপুর শহর বাদে) এবংঅমরাবতী শহরে ৮৮১ এবং ৬২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ২১৮। ওই দিন মুম্বইয়ে আক্রান্ত হয়েছিলেন ৬৪৩ জন।
ধারাভিতেও ৩৭ দিন পরে আক্রান্তের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, এক দিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১০।
মহারাষ্ট্রে নতুন করে করোনা-সংকট দেখা দেওয়ায় একাধিক পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সরকার। বেশ কয়েকটি জায়গায় নতুন করে কার্যকর হয়েছে লকডাউন, নাইট কারফিউ। অন্য বেশ কয়েকটি রাজ্যও মহারাষ্ট্র থেকে ভ্রমণের উপর কড়াকড়ি নিয়ম অনুসরণ করেছে।
আরও পড়তে পারেন: আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
দেশ
আপনার বয়স কি ৪৫ বছরের বেশি? সোমবার থেকে কী ভাবে করোনা ভ্যাকসিন পাবেন
৪৫ বছরের বেশি বয়সিদের কী কী শর্ত পূরণ করতে হবে, জানুন বিস্তারিত…

খবর অনলাইন ডেস্ক: ১ মার্চ থেকে শুরু হচ্ছে প্রবীণদের করোনা টিকাকরণ। পাশাপাশি যাঁদের বয়স ৪৫ বছরের বেশি, কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছেন, তাঁদেরও এই দফায় টিকা দেওয়া হবে। কী ভাবে পাওয়া যাবে?
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, “এই পর্যায়ে ৬০ বছরের বেশি সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ৪৫ থেকে ৬০ বছর বয়সি যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই ‘ক্রনিক’ রোগের শিকার, তাঁদেরও প্রতিষেধক দেওয়া হবে”।
মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে প্রায় ২৭ কোটি মানুষ করোনা টিকা পাবেন। এঁদের মধ্যে ১০ কোটির বয়স ৬০ বছরের বেশি। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির কর্মীদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল ১৬ জানুয়ারি। প্রথম পাঁচ সপ্তাহে প্রায় ১.২৩ কোটি মানুষ প্রতিষেধকের আওতায় এসেছেন।
৪৫ বছরের বেশি বয়সিদের জন্য কী কী শর্ত
বুধবার রাতে একটি সূত্র জানায়, অসুস্থতার তীব্রতার প্রমাণ দিতে পারে এমন একটি স্বাক্ষরিত মেডিক্যাল সার্টিফিকেটের প্রয়োজন হবে ৪৫ বছরের বেশি বয়সিদের জন্য। অর্থাৎ, কো-মর্বিডিটিতে ভুগছেন এমন কোনো ৪৫ বছরের বেশি বয়সি ব্যক্তি টিকা নিতে আগ্রহী হলে তাঁকে ওই মেডিক্যাল সার্টিফিকেট দেখাতে হবে বলে সূত্রটি জানিয়েছে।
রোগের তালিকা এখনও চূড়ান্ত হয়নি, তবে দু’-এক দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। তবে এতে হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি এবং লিভারের পাশাপাশি ডায়াবেটিস, ক্যানসার, গুরুতর হাঁপানি এবং মানসিক দীর্ঘস্থায়ী সমস্যা ও রোগ অন্তর্ভুক্ত থাকতে পারে।
একই সঙ্গে ইমিউনোসপ্রেসেন্টস, স্থূলকায় এবং যাঁদের অঙ্গ, অস্থি মজ্জা বা স্টেম সেল প্রতিস্থাপন করা হয়েছে, তাঁদের অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্রটি জানিয়েছে, তালিকাভুক্ত সমস্যা অথবা রোগে আক্রান্ত ব্যক্তিকে একটি এক পৃষ্ঠার ফর্ম পূরণ করতে হতে পারে। ওই ফর্মটিতে একজন সাধারণ চিকিৎসকের স্বাক্ষর থাকতে হবে।
এক নজরে করোনা টিকাকরণ
*১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল স্বাস্থ্যকর্মী এবং পুলিশ, আধাসেনা, সাফাইকর্মীদের মতো ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য।
*সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১,০৭,৬৭,০০০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে।
*দ্বিতীয় পর্যায়ে ৬০ বছরের বেশি এবং ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি রয়েছে এমন মানুষ টিকা পাবেন।
*১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালে টিকাকরণ। সরকারি হাসপাতালে বিনামূল্যে তবে বেসরকারি হাসপাতালে টাকা লাগবে।
*বেসরকারি হাসপাতালে টিকা নেওয়ার জন্য কত টাকা লাগবে, তা সরকারের তরফে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
আরও পড়তে পারেন: ১ মার্চ থেকে প্রবীণদের জন্য শুরু হচ্ছে বিনামূল্যে করোনা টিকাকরণ
-
প্রযুক্তি14 hours ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
প্রযুক্তি2 days ago
এ ভাবেই তৈরি করুন সদ্যোজাত শিশুর আধার কার্ড, জানুন কী কী লাগবে
-
বিনোদন3 days ago
পর্ন ‘লাইভ স্ট্রিমিং’ থেকে আয় কোটি টাকা, অ্যাপের মাধ্যমে চিত্রনাট্য-সহ পরিবেশিত হচ্ছে অশ্লীলতা
-
রাজ্য2 days ago
দেড় ঘণ্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়লেন সিবিআই আধিকারিকরা