নয়াদিল্লি: বৃহস্পতিবার নিজের প্রথম রকেট অগ্নিবাণ-এর সফল পরীক্ষা করেছে স্পেস স্টার্টআপ অগ্নিকুল কসমস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্ট-আপ অগ্নিকুল কসমসকে তাদের এই সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছে। ইসরো এই উৎক্ষেপণকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি মাইলফলক বলে বর্ণনা করেছে।
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (SDSC SHAR) থেকে অগ্নিবাণ রকেট সফলভাবে উৎক্ষেপণ করে অগ্নিকুল কসমস। তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও ইসরো।
স্পেস স্টার্টআপ অগ্নিকুল কসমস মঙ্গলবার নিজেরাই রকেট পরীক্ষা করতে যাচ্ছিল, কিন্তু কিছু প্রযুক্তিগত কারণে, উৎক্ষেপণের ঠিক আগে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। মঙ্গলবার রকেটটি পরীক্ষা করার কথা থাকলেও উৎক্ষেপণের মাত্র ৫ সেকেন্ড আগে সেই সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয়।
অগ্নিকুল কসমসের এই রকেটটি হল সিঙ্গল স্টেজের রকেট। এর ইঞ্জিন সম্পূর্ণ থ্রিডি প্রিন্টেড। এটি একটি সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন, যা ৬ কিলোনিউটন শক্তি উৎপন্ন করে। ইসরো এই রকেট উৎক্ষেপণে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছে। শ্রীহরিকোটায় একটি ছোট লঞ্চ প্যাড তৈরি করেছে ইসরো। যা অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।
প্রবীণ ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা এই মাদ্রাজ-ভিত্তিক স্টার্টআপ অগ্নিকুল কসমস-এ বিনিয়োগ করেছেন। একউ সঙ্গে সিলিকন ভ্যালির শীর্ষস্থানীয় বিনিয়োগকারী নৌ রবিকান্ত এবং বালাজি শ্রীনিবাসনও এই কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সবমিলিয়ে দেশের বেসরকারি মহাকাশ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে অগ্নিকুল কসমস নিয়ে বড় বাজি ধরা হয়েছে। এই সংস্থারই প্রথম রকেট আজ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: শেষ দফা ভোটের আগেই আবার সিএএ শংসাপত্র দেবে কেন্দ্র, এবার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ