Homeখবরদেশজরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে...

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বৃহস্পতিবার অহমদাবাদের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০৪ জন। কিন্তু সেই দুর্ঘটনার মাঝেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেলেন একজন যাত্রী — রমেশ বিষ্বাসকুমার বুছারভাড়া।

৩৮ বছরের রমেশ ব্রিটেনের নাগরিক। তিনি ছিলেন এয়ার ইন্ডিয়ার AI171 নম্বর বিমানে এবং বসেছিলেন ১১A নম্বর সিটে, যা জরুরি নির্গমন পথের একেবারে পিছনের আসন। তাঁর এই অবস্থানের কারণেই তিনি রক্ষা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে রক্তাক্ত ও আহত অবস্থায় রমেশকে একটি অ্যাম্বুলেন্সের দিকে হাঁটতে দেখা যায়। পাশে থাকা লোকজন তাঁকে জিজ্ঞেস করেন, বাকিদের কী হয়েছে। উত্তরে গুজরাটিতে তিনি বলেন, “বিমানটা বিস্ফোরিত হয়েছে… সবাই পেছনের দিকে রয়ে গিয়েছে।”

আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক সংবাদসংস্থা ANI-কে জানান, “১১A সিটের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কত জন মারা গিয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়েছে।”

১১A: জরুরি নির্গমনের কাছেই আসন

Aerolopa নামক একটি অনলাইন বিমানের আসনের পরিকল্পনা সংক্রান্ত ওয়েবসাইট অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনারে ১১A সিটটি ইকনমি ক্লাসের প্রথম সারিতে, ডানদিকে জানালার পাশে অবস্থিত। এটি বিমানের ডানদিকের জরুরি নির্গমন পথের একদম পিছনে, যা অনেক সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

এই বিমানটি লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। রাডার তথ্য বলছে, বিমানটি মাত্র ৬২৫ ফুট উঁচুতে উঠতে পেরেছিল। এরপরই সেটি ভেঙে পড়ে B J মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ভবনে।

বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন— ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য।

ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন চালু করেছে। ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর: 1800 5691 444। বিদেশি নাগরিকদের জন্য নম্বর: +91 8062779200।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।