মাঝ আকাশে চলন্ত বিমানে ফোনকে সুইচড অফ অথবা এয়ারপ্লেন মোডে রাখতে হয় সুরক্ষার কারণে। তাই চাইলেও চলন্ত বিমানের মধ্যে যাত্রীরা গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে পারেন না। কারণ, ইন্টারনেট নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায় না। কিন্তু যাত্রীদের সুবিধার কথা ভেবে এবার টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ চলন্ত বিমানের মধ্যে মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা দেবে। সব ঠিক থাকলে দিল্লি থেকে লন্ডনের হিথরো যাতায়াতকারী এয়ার ইন্ডিয়ার এ৩৫০ বিমানে এই ওয়াইফাই পরিষেবা চালু হবে।
সম্প্রতি নয়াদিল্লি থেকে লন্ডনের হিথরোগামী এ৩৫০-৯০০ বিমানের যাতায়াত চালু করেছে এয়ার ইন্ডিয়া। দিনে ২ বার এই রুটে বিমান চলাচল করবে। এয়ার ইন্ডিয়ার এ৩৫০ বিমানে ২৮টি প্রাইভেট স্যুট আছে। সবগুলোতেই ফুল ফ্ল্যাট শয্যা রয়েছে বিজনেস ক্লাসে। ২৪টি আসন রয়েছে প্রিমিয়াম ইকোনমি আর ২৪টি আসন রয়েছে ইকোনমি ক্লাসে।
এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।