সুপৌল: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের পর্ব চলছে। গান স্যালুট দেওয়ার জন্য হাজির পুলিশকর্মীরা। চিরাচরিত ঢঙে আকাশের দিকে বন্দুক তুলে ট্রিগার টানলেন তাঁরা। তার পরেই বিপত্তি। গুলি বেরোল না একটা বন্দুক থেকেও। একটা বা দু’টো নয়, ২২টা রাইফেল দিয়ে গান স্যালুট দেওয়া হয়, কোনো বন্দুক থেকেই গুলি বেরোয়নি।
সোমবার মারা গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। বুধবার সুপৌলে নিজেরন গ্রামে তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান হয়। এখানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে-সহ আরও অনেকে।
আরও পড়ুন দাউদাউ করে জ্বলছে আমাজনের জঙ্গল, ব্রাজিলের প্রেসিডেন্ট দায়ী করলেন এনজিওকে!
উপস্থিত অতিথিদের সামনেই মুখ পোড়ে পুলিশের। বার বার ট্রিগার টানা সত্ত্বেও কেন গুলি বেরোচ্ছে না, সেটা দেখতে সব বন্দুক পরীক্ষা করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি।
গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী কংগ্রেস এবং আরজেডি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি অসম্মান করা হয়েছে বলে দাবি করেছে তারা। গোটা ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ রোগভোগের পর গত সোমবার মারা যান বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।