Homeখবরদেশ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, সুরক্ষায় মোতায়েন ১৮০ কোম্পানি বাহিনী

৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, সুরক্ষায় মোতায়েন ১৮০ কোম্পানি বাহিনী

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

আসন্ন অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নিচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের অমরনাথ যাত্রা। চলবে আগামী ৩৮ দিন। পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জম্মু রেঞ্জে অন্তত ১৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন জম্মু জোনের আইজি ভীমসেন তুতি।

শুক্রবার জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার, আইজি ভীমসেন তুতি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অমরনাথ যাত্রা কেন্দ্রিক নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইজি তুতি জানিয়েছেন, শুধুমাত্র নিরাপত্তাই নয়, যাত্রাপথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্যও ট্রাফিক বিভাগ বিশেষ প্রস্তুতি নিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন চলাফেরার উপর কড়া নজর রাখা হচ্ছে। যাত্রার রুট এবং লাগোয়া এলাকাগুলিতে চেকপোস্ট বসানো হয়েছে।

প্রতিটি পুণ্যার্থী যাতে নিরাপদে যাত্রা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই একাধিক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এবারের যাত্রা যাতে শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।