আসন্ন অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন নিচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের অমরনাথ যাত্রা। চলবে আগামী ৩৮ দিন। পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জম্মু রেঞ্জে অন্তত ১৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন জম্মু জোনের আইজি ভীমসেন তুতি।
শুক্রবার জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার, আইজি ভীমসেন তুতি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অমরনাথ যাত্রা কেন্দ্রিক নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আইজি তুতি জানিয়েছেন, শুধুমাত্র নিরাপত্তাই নয়, যাত্রাপথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্যও ট্রাফিক বিভাগ বিশেষ প্রস্তুতি নিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন চলাফেরার উপর কড়া নজর রাখা হচ্ছে। যাত্রার রুট এবং লাগোয়া এলাকাগুলিতে চেকপোস্ট বসানো হয়েছে।
প্রতিটি পুণ্যার্থী যাতে নিরাপদে যাত্রা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই একাধিক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এবারের যাত্রা যাতে শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।