radhika kumaraswamy

ওয়েবডেস্ক: কর্নাটকের সরকার গঠনের নাটকের মধ্যেই গুগুলে হঠাৎ করে ট্রেন্ডিং হয়ে গিয়েছে এইচডি কুমারস্বামীর স্ত্রী রাধিকা। অনেকেই জানেন না যে কন্নড় সিনেমামহলে খুব পরিচিত মুখ রাধিকা কুমারস্বামী। ২০০৬-এ কুমারস্বামীকে বিয়ে করেন তিনি। দু’জনের এক কন্যাও রয়েছে।

২০০০ সালে মাত্র ১৪ বছর বয়সে অভিনয় জগতে আসেন রাধিকা। ওই বছরেই প্রথম বার বিয়ে করেন তিনি। তবে রাধিকার মায়ের অভিযোগ, অত অল্প বয়সে নিজে থেকে বিয়ে করার কোনো ভাবনাই রাধিকার কাছে আসেনি। বরং তাঁর প্রথম স্বামী রতন কুমার তাঁকে জোর করে বিয়ের পিঁড়িতে বসান। শুধু তা-ই নয়, রাধিকাকে জীবন্ত পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে। দুঃখজনক ভাবে ২০০২-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রতন।

এর পর বেশ কয়েক বছর লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন রাধিকা। ২০১০ সালে ফের জনসমক্ষে আসেন তিনি এবং জানান চার বছর আগে, অর্থাৎ ২০০৬-এ কুমারস্বামীকে বিয়ে করেছেন তিনি। এর পর রাধিকার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। তিরিশটা সিনেমায় অভিনয় করেছেন তিনি। গোটা দুয়েক সিনেমার প্রযোজনাও তিনি করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here