Amit Shah

ওয়েবডেস্ক: সোয়াইন ফ্লু-এ আক্রান্ত হয়ে অমিত শাহ দিল্লির এইমসে ভর্তি হয়েছেন। বিজেপির জাতীয় সভাপতি নিজেই টুইট করে এই খবর দিয়েছেন। তাড়াতাড়ি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার আমদাবাদের জগন্নাথ মন্দিরে পুজো দেন অমিত।

অমিত বলেছেন, “আমার সোয়াইন ফ্লু হয়েছে। রোগের চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপা আর আপনাদের ভালোবাসা ও শুভ কামনায় শীঘ্রই সুস্থ হয়ে যাব বলে আশা করি।”

এইমস সূত্রে জানা গিয়েছে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় অমিত শাহকে বুধবার রাত ৯টায় হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। এইমস-এর সুপার রণদীপ গুলেরিয়া নেতৃত্বে এক দল ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন কে এই গেগং আপাং? কেন তাঁকে নিয়ে উত্তাল বঙ্গ-রাজনীতি?

এ দিকে বিজেপির জাতীয় সভাপতির দিন চারেকের মধ্যেই পশ্চিমবঙ্গে আসার কথা। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০ জানুয়ারি মালদহে অমিতের প্রথম সভা করার কথা। এখন তাঁর অসুস্থতার জেরে রাজ্য বিজেপির এই কর্মসূচি বহাল থাকে কিনা সেটাই দেখার।

 

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন