amit shah mocks rahul gandhi

ওয়েবডেস্ক: একই করে বসলেন বিজেপি সভাপতি অমিত শাহ! শেষে নিজেদের দলের হয়ে প্রচারে এসে রাহুল গান্ধীর সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে বসলেন তিনি। তবে গোটাটাই নাটক। কংগ্রেস সভাপতিকে ব্যঙ্গ করেই এই কাণ্ড ঘটিয়েছেন অমিত।

কর্নাটকের ভোট প্রচারে এসে এই রাহুলকে ব্যঙ্গ করলেন অমিত শাহ। বিদরে নবশক্তি সমসেবার সভায় বক্তৃতা দিতে গিয়ে এই কাণ্ড করেছেন তিনি। সেখানে রাহুল গান্ধীর সুরে তিনি বলেন, “মোদীজি বলুন, গত চার বছরে আপনি কী করেছেন।” এর পরেই রাহুলকে পালটা দিতে শুরু করেন অমিত। অমিতের এই ব্যঙ্গের পরেই হাততালিতে ফেটে পড়ে সভাস্থল।

উল্লেখ্য, ভোটের পারদ ক্রমশ চড়ছে কর্নাটকে। কয়েক মাসের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্জাব ছাড়া কর্নাটকই ভারতের একমাত্র বড়ো রাজ্য, যেখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

দেখুন সেই ভিডিও

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here