নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমূল গোল্ড, আমূল তাজা ও আমূল টি স্পেশাল—এই তিন ধরনের দুধের দাম এক টাকা করে কমানো হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক লিটার আমূল গোল্ড আগে ৬৬ টাকায় বিক্রি হলেও এখন তা ৬৫ টাকায় পাওয়া যাবে। আমূল টি স্পেশালের দাম ৬২ টাকা থেকে কমে ৬১ টাকা হয়েছে। আমূল তাজা ৫৪ টাকার বদলে ৫৩ টাকায় মিলবে। ফলে আধ লিটারের প্যাকেটের দামও কমবে।
দুধ প্রতিদিনের খাদ্যতালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের পুষ্টির জন্য এটি অপরিহার্য। তাই দুধের দাম বাড়লে সাধারণ মানুষ সমস্যায় পড়েন। মূল্যবৃদ্ধির এই কঠিন সময়ে কিছুটা স্বস্তি দিতে দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমূল।
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাতার বাড়ছে। প্রাণিজ প্রোটিনের দামও ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংস্থাটি লাভের চিন্তা না করে জনসেবাকে অগ্রাধিকার দিয়েছে।
দুধের দাম কমায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির ভাব দেখা গেছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর মতে, এই সিদ্ধান্ত তাদের খরচের ভার কিছুটা লাঘব করবে এবং ছেলেমেয়েদের পুষ্টি নিশ্চিত করতে সহায়তা করবে।