দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কেজরিওয়ালের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন সমাজকর্মী অণ্ণা হজারে। একসময়ের ঘনিষ্ঠ শিষ্য এখন ক্ষমতা ও অর্থের মোহে বিভ্রান্ত হয়েছেন বলে অভিযোগ করলেন তিনি।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অণ্ণা হজারে বলেন, “আমি সবসময়ই বলেছি, প্রার্থীর চরিত্র ও চিন্তাধারা বিশুদ্ধ হওয়া দরকার। তাঁর জীবন ত্যাগ ও নিষ্কলঙ্কতার উদাহরণ হওয়া উচিত, যাতে মানুষ তাঁর ওপর আস্থা রাখতে পারেন। আমি কেজরিওয়ালকে এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি শোনেননি। বরং আবগারি নীতির দিকে ঝুঁকেছেন। ক্ষমতা ও অর্থের প্রলোভনে তিনি পথভ্রষ্ট হয়েছেন।”
অণ্ণা আরও বলেন, তাঁর কথা কেজরির মাথায় ঢোকেনি। তিনি বেশি গুরুত্ব দেন মদের উপর। কেন মদের দোকানের প্রসঙ্গ উঠল? কারণ, তিনি ধনদৌলতের মধ্যে বয়ে গিয়েছিলেন।
দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির (AAP) খারাপ ফলের প্রবণতার মধ্যেই অণ্ণা হজারের এই বক্তব্য সামনে এল। বিজেপি ৭০টি আসনের মধ্যে ৪৫টিতে এগিয়ে ছিল, যেখানে দীর্ঘ এক দশক দিল্লির রাজনীতিতে আধিপত্য বজায় রাখা আপ পিছিয়ে পড়েছে। কংগ্রেস পুনরুত্থানের আশা করলেও তারা আরও একবার হতাশ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারির নির্বাচনে ১.৫৫ কোটি যোগ্য ভোটারের মধ্যে ৬০.৫৪ শতাংশ ভোট পড়েছে। অণ্ণা হজারে আরও জানান, কেজরিওয়ালের রাজনৈতিক দলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন। কারণ তাঁর মতে, “রাজনীতিতে অভিযোগ উঠবেই, তবে একজন নেতাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়। সত্য সবসময় সত্যই থাকে।”