ওয়েবডেস্ক: পশু চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় লজ্জিত হায়দরাবাদে শুক্রবার পাওয়া গেল আরও এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ। এবং যে জায়গায় ওই মহিলা পশু চিকিৎসকের পোড়া দেহ পাওয়া গিয়েছিল, সেই জায়গার কাছেই মিলল দ্বিতীয় দেহ।
শুক্রবার যে মহিলার দগ্ধ দেহ পাওয়া গিয়েছে তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, আয়াপ্পাভক্তরা সিদ্দুলাগুট্টায় দেহটি জ্বলতে দেখে। শাদনগর থানার চতনপল্লির যে আন্ডারপাসে মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল, এই জায়গাটা সেখান থেকে খুব বেশি দূরে নয়।
গত বুধবার চার দুষ্কৃতী এক পশু চিকিৎসককে ধর্ষণ করে হায়দরাবাদের শাদনগর থানার চতনপল্লিতে ৪৪ নম্বর জাতীয় সড়কে এক আন্ডারপাসে পুড়িয়ে মারে।
আরও পড়ুন: চার দুষ্কৃতী ধৃত, সাইবারাবাদ পুলিশ জানাল তাঁকে গণধর্ষণ করা হয়েছিল
অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অশোক কুমার গৌড় জানান, কয়েক জন পথচারী ঠিক ওই জায়গায় শুক্রবার এক মহিলাকে জ্বলতে দেখেন এবং তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় এবং মহিলার দেহ সরকারি হাসপাতালে পাঠায়।
মহিলা নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাঁকে পুড়িয়ে মারা হয়েছে, তা এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না ওই অফিসার জানান।