narendra modi

ওয়েবডেস্ক: মাওবাদীদের মত বিনিময় থেকে পুণে পুলিশ জানতে পেরেছে ওই অতিবামপন্থী সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করেছে। কতকটা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যে ভাবে হত্যা করা হয়েছিল, সে ভা্বেই ঘুটি সাজিয়েছিল মাওবাদীরা।

বৃহস্পতিবার আদালতে পুলিশ দাবি করে, মাওবাদী সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদেরই এক জনের কাছ থেকে মিলিছে একটি চিঠি। এক দিন আগে দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গাডলিং, সমাজকর্মী মহেশ রাউত, শোমা সেন এবং রোনা উইলসনকে মুম্বই, নাগপুর এবং দিল্লি থেকে গ্রেফতার একটি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে।

এই পাঁচ জনকেই পুলিশ আদালতে হাজির করে ১৪ দিনের হেপাজতে চায়। অভিযুক্তদের আইনজীবী জানান, অভিযোগ সংক্রান্ত সমস্ত নথিই জাল করা হয়েছে। তাঁর মক্কেলদের ফাঁসানোর জন্যই পুলিশ এই মামলাকে অন্য রং দিয়েছে।

পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে গ্রেফতার করা রোনা উইলসনের বাড়িতে ওই চিঠি মিলেছে। যেখানে উল্লেখ রয়েছে, একটি এম-৪ রাইফেল কেনার জন্য আট কোটি্ টাকার প্রয়োজন।রাজীব-হত্যার মতোই আরও একটি ঘটনা তাঁরা ঘটাতে চলেছেন।

যদিও ওই চিঠিটি হস্তাক্ষরে লেখা নয়। আদ্যন্ত কম্পিউটারে টাইপ করা। এমনকী চিঠির নীচে স্বাক্ষরের বদলে টাইপ করা হয়ছে ‘আর’।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here