নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষে একজন সেনা আধিকারিক এবং চার সেনা জওয়ান নিহত হয়েছেন সোমবার। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা।
সরকারি সূত্রে খবর, সশস্ত্র জঙ্গিদের উপস্থিতির গোপন তথ্য পেয়ে সুরানকোটের ‘ডেরা কি গলি’র কাছাকাছি একটি গ্রামে এক জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছিল এ দিন সকালে। তখনই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরা। শুরু হয় তীব্র গুলির লড়াই।
প্রতিরক্ষা সূত্রের খবর, বেশ কিছুক্ষণ ধরে চলে এই গুলির লড়াই। বিশদ তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনো ভাবেই যাতে জঙ্গিরা পালিয়ে না যায়, সে দিকে নজর রেখেছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখার (LoC) ওপার থেকে এ দেশে ঢুকে পড়া একদল সশস্ত্র জঙ্গির উপস্থিতির খবর পাওয়া গেছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক আধিকারিক-সহ পাঁচ জন সেনা জওয়ান। একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। প্রত্যেকেরই পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রতিরক্ষা আধিকারিক জানান, সন্ত্রাসবাদীদের পালানোর সব রাস্তা বন্ধ করতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
ভারতীয় সেনাবাহিনীতে দ্রুত বাড়ছে ‘নারীশক্তি’, জানুন কোন বাহিনীতে কত জন মহিলা রয়েছেন
দৈনিক সংক্রমণ কমল আরও, মৃতের সংখ্যাও নামল দুশোর নীচে
শুকনো উত্তুরে হাওয়া প্রবেশ করলেও বঙ্গে পারদ পতন এখনই নয়
পাঁচ রাজ্যে নির্বাচনে আগে ‘দিদিকে বলো’র ধাঁচে বিশেষ কর্মসূচি নিল বিজেপি
পঞ্জাবের পর এ বার কি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বদলাবে দ্বন্দ্বে জর্জরিত কংগ্রেস?
লখিমপুর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের ডাকে বন্ধ, সম্পূর্ণ স্তব্ধ হতে পারে গোটা মহারাষ্ট্র
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।