kerala floods bengali
চলছে ত্রাণের কাজ। ছবি: হিন্দুস্তান টাইমস

ওয়েবডেস্ক: ভয়াবহ বন্যার ফলে কেরলে আটকে রয়েছেন এ রাজ্যের প্রায় তিন লক্ষ শ্রমিক। এমনই জানা গিয়েছে স্থানীয় সংবাদপত্র দুল নিউজ থেকে।

কেরলে প্রায় ১০ লক্ষ বাঙালি থাকেন। এঁদের মধ্যে এর্নাকুলম জেলায় আটকে রয়েছেন এই তিন লক্ষ শ্রমিক। তাঁদের অবস্থা আরও খারাপ করে দিয়েছে স্থানীয় ভাষা না জানা, এমনই জানিয়েছে এই সংবাদপত্রটি। তাঁদের কাছে ঠিকঠাক সাহায্য পৌঁছোচ্ছে না বলেও খবর।

তবে কেরলে বসবাসকারী বাঙালি, বিহারী এবং ওড়িয়াদের জন্য ফেসবুকে একটি পেজ চালু করা হয়েছে। ‘কেরল ফ্লাড মাল্টিলিঙ্গুয়াল কল সেন্টার’ নামক সেই ফেসবুক পেজে, যাবতীয় তথ্য দেওয়া হচ্ছে। আটকে পড়া মানুষজন এই ফেসবুক পেজের সাহায্য নিতে পারেন বলে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন