নয়াদিল্লি: দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ৯ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠাল আদালত। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
মঙ্গলবার আদালতে পেশ করা হয় সত্যেন্দ্রকে। ইডি-র তরফে আদালতে হাজির হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “কী ভাবে টাকা হাওয়ালায় লগ্নি করা হয়েছিল, অন্যত্র পাঠানো হয়েছিল, সে সব তথ্য আমাদের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের ১৪ দিনের হেফাজতে চাইছে ইডি”।
কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বেআইনি আর্থিক লেনদেন আইনে (PMLA) সত্যেন্দ্রকে গ্রেফতার করে ইডি। দাবি করা হয়, এ বছরের জানুয়ারি মাসে সত্যেন্দ্র এবং তাঁর কয়েক জন আত্মীয়ের ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। উঠে আসে তাঁর আত্মীয় বৈভব জৈনের স্ত্রী স্বাতী, অজিতপ্রসাদ জৈনের স্ত্রী সুশীলা জৈন এবং সুনীল জৈনের স্ত্রী ইন্দু জৈনের নাম।
ইডি-র একটি বিবৃতিতে এই মামলার সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক সংস্থার নাম প্রকাশ্যে আসে। যেগুলো মধ্যে রয়েছে আকিঞ্চন ডেভেলপারস প্রাইভেট লিমিটেড, ইন্দো মেটাল ইম্পেক্স প্রাইভেট লিমিটেড, পর্যাস ইনফোসলিউশন প্রাইভেট লিমিটেড, মঙ্গলায়তন প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জেজে আইডিয়াল এস্টেট প্রাইভেট লিমিটেড। তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকারের স্বাস্থ্য, শিল্প, বিদ্যুৎ, স্বরাষ্ট্র, নগরোন্নয়ন এবং জল মন্ত্রী সত্যেন্দ্র। এ দিনই কেজলিওয়াল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সত্যেন্দ্রর পাশে থাকবে দল। তাঁর দাবি, “মামলাটি পুরোপুরি জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত”।
আরও পড়তে পারেন:
বুধবার থেকে আরও দামি হচ্ছে রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু ১১০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশংকা
‘কংগ্রেস আমার ট্র্যাক রেকর্ড নষ্ট করেছে’, আক্ষেপ প্রশান্ত কিশোরের
এসএসসি গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, নয়া তথ্য সিবিআইয়ের হাতে
লোকসভায় এক জনও নেই, এ বার কি রাজ্যসভাতেও বিজেপির মুসলিম সাংসদ সংখ্যা শূন্য হতে চলেছে
‘তোমার দেখা নাই গো…তোমার দেখা নাই’, পুরুলিয়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়