Homeখবরদেশ‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা...

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার তাঁর দল, আম আদমি পার্টির (AAP), এক বৈঠকে ইস্তফা দেওয়ার করলেন। এই সিদ্ধান্তটি একাধিক চমকের জন্ম দিয়েছে কারণ তিনি মাত্র দুই দিন আগে ছয় মাসের কারাবাস কাটিয়ে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, জনতার রায় না পাওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।

কেজরিওয়ালের এই বক্তব্যকে ঘিরে দিল্লির রাজনীতিতে উত্তেজনা পারদ চড়ছে। তিনি বলেন, “দুই দিনের মধ্যে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। নির্বাচনের মাধ্যমে জনগণই ঠিক করবেন আমি নির্দোষ কিনা। জনগণের রায়েই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।” তাঁর মতে, দিল্লির মানুষই প্রকৃত বিচারক এবং তাঁর ভাগ্য তাদের হাতেই নির্ধারিত হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, আপের বিধায়কদের মধ্যে শিগগিরই বৈঠক হবে, যেখানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী মনোনীত করা হবে। নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লির নির্বাচনের সময় এগিয়ে আনা হোক। নভেম্বরেই দিল্লির নির্বাচন করা হোক, মহারাষ্ট্রের সঙ্গে একসঙ্গে।”

কেজরিওয়াল তাঁর ভাষণে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “এই সরকার ব্রিটিশদের চেয়েও বেশি স্বৈরাচারী।” তিনি দাবি করেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এভাবে টার্গেট করা হয়েছে বলে অভিযোগ তোলেন কেজরিওয়াল।

কেজরিওয়াল আরও জানান, তিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। সিসোদিয়াকেও সম্প্রতি জামিন দেওয়া হয়েছে, যিনি দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত। কেজরিওয়াল বলেন, “মণীশও বলেছেন, জনগণ আমাদের সৎ বলে ঘোষণা না করা পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করবেন না। এখন আমাদের ভাগ্য জনগণের হাতে।”

আচমকা এই ঘোষণার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা হরিশ খুরানা কেজরিওয়ালের পদক্ষেপকে “নাটক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কেজরিওয়াল কেন ৪৮ ঘণ্টা অপেক্ষা করছেন? তিনি আজই ইস্তফা দিতে পারেন।” বিজেপির পক্ষ থেকে এও বলা হয়েছে যে, তারা যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। “আজ হোক বা কাল, আমরা দিল্লিতে ২৫ বছর পর ক্ষমতায় ফিরব,” বলেন খুরানা।

দিল্লি কংগ্রেসও কেজরিওয়ালের ইস্তফাকে স্বাগত জানিয়েছে। দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেছেন, “কেজরিওয়াল যদি বন্যা ও পানীয় জলের সংকটের সময় পদত্যাগ করতেন, তাহলে ভালো হতো। আশা করি দিল্লি দ্রুত এমন একজন মুখ্যমন্ত্রী পাবে যিনি নিজের অফিসে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন।”

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।