ওয়েবডেস্ক: অর্থ কমিশনের কাছে দুই পাতার চিঠি দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেছেন, বিহারকে যেন একটু ‘বিশেষ’ ভাবে দেখা হয়। কিন্তু তিনি নিজে কেন্দ্রের এনডিএ সরকারের শরিক হয়েও যেভাবে আবেদন করছেন তাতে আরজেডি নেতা তেজস্বী যাদব তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন।
বুধবার নীতীশের বিশেষ রাজ্যের দাবির কথা জানাজানি হতেই তেজস্বী টুইট করে জানান, “নীতীশ কুমার এবং সুশীল মোদী বিহারকে বিশেষ রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে জানাচ্ছেন”?
नीतीश कुमार और सुशील मोदी बिहार के लिए विशेष राज्य का दर्जा Donald Trump से माँग रहे है क्या?
जनता को बेवक़ूफ़ समझा है क्या?
सीधे मोदी जी को कहने में डर लगता है क्या?नीतीश चाचा, चंद्रबाबु नायडू जी की तरह रीढ़ की हड्डी सीधी रख बतियाईयें।
बिहार का हक़ माँग रहे है कौनो भीख नहीं
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 30, 2018
তিনি আক্রমণের সুর চড়িয়ে লিখেছেন, “সাধারণ মানুষেক কী বোকা ভাবেন? সোজাসুজি প্রধানমন্ত্রীকে বলতে কি আপনার ভয় হয়? নীতীশ চাচা, আপনি চন্দ্রবাবু নায়ডুর মতো মেরুদণ্ড সোজা করে মোদীকে বলে দিন, আমরা নিজেদের অধিকার দাবি করছি, ভিক্ষা চাইছি না”।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে জেডিইউয়ের অসন্তোষ চরমে, নীতীশ কি আরও এক ‘ইউ-টার্ন’-এর পথে?
অন্য একটি টুইটে তিনি লিখেছেন, “নীতীশ কুমার, রামবিলাস পাশোয়ান এবং সুশীল মোদী বিরোধীদের সুরে কথা বলছেন কোনো ভূতের ভয়ে। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের আপানার আছেন, তা এত ভণিতা কেন। জনসমর্থন পাওয়ার পরেও এ ভাবে অজুহাত দেখানো সাধারণ মানুষ বুঝতে পারছে”।