ওয়েবডেস্ক: ২০১৯-২০ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করল অসম রাজ্য সরকার।
১,১৯৩.০৪ কোটি টাকার ঘাটতি বাজেট ঘোষণা করেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে চমকের অভাব নেই এই বাজেটে।
গরিবদের জন্য খাদ্য প্রকল্পের ঘোষণা করে ১ টাকা কেজি দরে চাল বণ্টনের কথা জানানো হয়েছে। বিধবাদের জন্য ঘোষিত হয়েছে প্রকল্প।
তবে সব থেকে চমক রয়েছে বিয়ের কনেদের জন্য সরকারি উপহারে। বছরে ৫ লক্ষ টাকার কম আয়ের পরিবারের পাত্রীই এই সুবিধা পাবেন।
অর্থমন্ত্রী জানান, এক তোলা বা ১০ গ্রাম সোনা দেওয়া হবে যোগ্যতাসম্পন্ন পরিবারের পাত্রীকে। প্রকল্পটির নাম অরুন্ধতী স্কিম।
ঘোষণার পর মন্ত্রী বলেন, আমি খুবই খুশি যে এই ধরনের পরিবারের হাতে প্রায় ৩৮ হাজার টাকার সোনা তুলে দেওয়ার প্রকল্পে।
জানা গিয়েছে, এই প্রকল্পে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে পরিবারের প্রথম দুই কন্যাসন্তানই এই প্রকল্পের আওতায় পড়বেন।
[ আরও পড়ুন – নিয়ম মেনে গাড়ি চালান, নইলে বাড়তে পারে বিমার প্রিমিয়াম! ]
এর জন্য পাত্রীর জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক। অর্থাৎ, নাবালিকার বিয়ে রুখবারও সমান প্রয়াস চালাতে চায় অসম সরকার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।