নয়াদিল্লি: রাহুল গান্ধী ‘মিথ্যে বলছেন’ অভিযোগ তুলে বিজেপি সাংসদ জগদম্বিকা পালের অভিযোগ, “কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার থাকাকালীনই অসমে তিনটি আটক কেন্দ্র ছিল”।
দিল্লির রামলীলা ময়দানে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন যে, দেশের সব জায়গায় এনআরসি প্রয়োগ করা নিয়ে আলোচনা হয়নি। তাছাড়া ভারতে কোনো শরণার্থী শিবির তৈরি করা হচ্ছে না। এর পরই রাহুল গান্ধী বলেন, “আরএসএসের প্রধানমন্ত্রী ভারত মাতাকে নিয়ে মিথ্যে কথা বলছেন”।
রাহুল সরাসরি প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ বলায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। দলের একাধিক উচ্চ নেতৃত্ব পাল্টা রাহুলকেই ‘মিথ্যেবাদী’ প্রমাণে উঠেপড়ে লাগেন। একই ভাবে অসম নিয়ে তোপ দেগেছেন জগদম্বিকাও। তিনি ২০১৪ সালের মার্চে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে তিনি বলেন, “মিথ্যে বলছেন রাহুল গান্ধী। তাঁর অভ্যেসই হল মিথ্যে কথা বলা, এবং তার পরেই ক্ষমা চাওয়া। এর আগে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। আমার মনে হয়, তিনি এটা জানেন না যে, কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীনই অসমে তিনটি শরণার্থী শিবির বা ডিটেনশন ক্যাম্প ছিল”।
[ আরও পড়ুন: ২০১৯-এ ইতিহাস গড়ল ভারতীয় রেল ]
একই সঙ্গে তিনি যোগ করেন, “ওই কেন্দ্রগুলিতে শুধুমাত্র বেআইনি ভাবে অনুপ্রবেশকারীদের আটক রাখা হতো”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।