কেউ ডুবন্ত নৌকা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন। কেউ জলে ঝাঁপ দিচ্ছেন। ভিডিয়োয় দেখুন সেই মর্মান্তিক দৃশ্য!
গুয়াহাটি: অসমের যোরহাটের নিমতিঘাটের কাছে দু’টি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা ঘটল বুধবার বিকেল ৫টা নাগাদ! স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কমপক্ষে এক মহিলার মৃত্যু হয়েছে, নিখোঁজ প্রায় ২০ জন।
যোরহাটের নিমতিঘাটে প্রায় ২০০ যাত্রী নিয়ে দু’টি নৌকা একে অপরের সঙ্গে ধাক্কা খায়। ঘটনায় প্রকাশ, নিমতিঘাট থেকে মাজুলির উদ্দেশে যাচ্ছিল প্রাইভেট বোট ‘মা কমলা’। মাজুলি থেকে সরকারি মালিকানাধীন ফেরি ‘ত্রিপকাই’ আসার সময় সেটার সঙ্গে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্বেগ প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এনডিআরএফ এবং এসডিআরএফ -এর সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য মাজুলি এবং যোরহাটের জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
“যাত্রীদের উদ্ধারের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে” বলে টুইটারে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্ঘটনার ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, সংঘর্ষের পরে একটি নৌকা ডুবে যাচ্ছে। তখনও কিছু যাত্রী সেটার মধ্যে রয়েছেন। কেউ কেউ ডুবন্ত নৌকাটিকে ধরে বাঁচার চেষ্টা করছেন। বাকিরা নিজেদের বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিচ্ছেন। নৌকায় থাকা মোটরবাইক ও গাড়ি-সহ যাত্রীদের লাগেজও নদীতে ভেসে যেতে দেখা যায় ভিডিয়োয়।
সেই মর্মান্তিক দৃশ্য দেখুন ভিডিয়োয়: ব্রহ্মপুত্র নদে দু’টি নৌকার সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা অসমে
আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
বড়ো খবর! রবি শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র
নন্দীগ্রামের মতোই একই তারিখে ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম
আফগানিস্তানে সরকার ঘোষণা হতেই দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক করলেন অজিত ডোভাল
বিশ্বভারতীর তিন ছাত্রের বহিষ্কারে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
হাজিরার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।