kishore nath assam foreigners tribunal

কাছাড় (অসম): সন্দেহভাজন ভোটারের নামে অসমের বাঙালিদের হেনস্থার অভিযোগ অনেক দিনের। সাম্প্রতিককালে সেটা আরও বেড়েছে বললেই চলে। বাংলাদেশি কি না, সেটা প্রমাণের জন্য বাড়িতে পৌঁছে যায় ফরেনার্স ট্রাইব্যুনালের চিঠি।

এ বার সে রকমই একটা চিঠি পৌঁছে গেল খোদ বিজেপি বিধায়কের বাড়ি। শুক্রবার সকালে অসমের বখোলা কেন্দ্রের বিধায়ক বিজেপির কিশোর নাথের বাড়িতে এই চিঠি এসে পৌঁছোয়। সন্দেহভাজন ভোটার হিসেবে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা চিহ্নিত হয়েছেন বলে জানানো হয়।

চিঠিতে এ-ও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে যদি ফরেনার্স ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে নিজেদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না দিতে পারেন তা হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক ছাড়াও তাঁর স্ত্রী নীলিমা এবং চার ভাই মতিলাল, প্রদীপ, জগদীশ এবং মানিকের পরিচয় নিয়ে সন্দেহ জানানো হয়েছে এই চিঠিতে।

এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল যে সরকারি কর্মচারীরা কত দায়সারা ভাবে একজন নাগরিককে রাষ্ট্রহীন করে দিতে পারে।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন