নয়াদিল্লি: বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুর বিধানসভা নির্বাচনের ফলাফল। মঙ্গলবার উত্তরপ্রদেশের শেষ দফার ভোটগ্রহণের পরই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট পেশ করেছে অনেক সংস্থা। এক নজরে দেখা নেওয়া যাক, অন্যতম কয়েকটি সমীক্ষার গড় কী বলছে।
সমীক্ষার গড় বলছে, পঞ্জাবে কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতা আসতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। অন্য দিকে, উত্তরপ্রদেশে বিপুল ভোটে জিতে প্রত্যাবর্তন ঘটছে যোগী আদিত্যনাথ সরকারের। গোয়ায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত। কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মণিপুর এবং উত্তরাখণ্ডে ক্ষমতা টিকিয়ে রাখলেও রাখতে পারে বিজেপি।
অন্যতম কিছু জাতীয় এবং আঞ্চলিক টেলিভিশন চ্যানেলের বুথ ফেরত সমীক্ষার গড় কতকটা এ রকম-
রাজ্য | আসন | সংখ্যাগরিষ্ঠতা | একক বৃহত্তম দল | সমীক্ষার গড় আসন |
উত্তরপ্রদেশ | ৪০৩ | ২০২ | বিজেপি | ২৪২ |
উত্তরাখণ্ড | ৭০ | ৩৬ | বিজেপি | ৩৫ |
পঞ্জাব | ১১৭ | ৫৯ | আপ | ৬৩ |
গোয়া | ৪০ | ২১ | বিজেপি+কংগ্রেস | ১৬ |
মণিপুর | ৬০ | ৩১ | বিজেপি | ৩০ |
বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, কমপক্ষে ১০টি সংস্থা পঞ্জাবে আপ-কে ক্ষমতায় দেখছে। অন্য দিকে, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ১৪২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি।
১১টি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি-কংগ্রেসের। যেখানে বিজেপি সর্বোচ্চ ৩৫ এবং কংগ্রেস ৩২টি আসনে জিততে পারে। ৪০ আসনের গোয়া বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে প্রায় সবক’টা বুথ ফেরত সমীক্ষা। অন্য দিকে, মণিপুর বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে কিছুটা হলেও সংশয়ের ইঙ্গিত দিয়েছে বেশির ভাব বুথ ফেরত সমীক্ষা।
আরও পড়তে পারেন:
নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
করাচিতে খুন কান্দাহার বিমান অপহরণকাণ্ডে জড়িত সন্ত্রাসবাদী
ইউক্রেন থেকে বাংলাদেশের ৯ নাগরিককে উদ্ধার করল ভারত, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ শেখ হাসিনার
মাধ্যমিক পরীক্ষায় কেন ইন্টারনেট বন্ধ, রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট
বিধানসভায় ধন্ধুমার, চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।