Homeখবরদেশহাথরসে ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু

প্রকাশিত

উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে হাথরসের এক দলিত তরুণীর গণধর্ষণের ঘটনায় সারা দেশ উত্তাল হয়েছিল। এবার আবারও সেই হাথরসই পদপিষ্টের ঘটনায় শিরোনামে এসেছে। জেলাশাসক আশিসকুমার জানিয়েছেন, রতিভানপুরে মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠান শেষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেখানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হয়েছিল। পদপিষ্টের পরিস্থিতি তৈরি হওয়ায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ জানান, মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে, যার মধ্যে ২৩ জন মহিলা, তিন শিশু এবং একজন পুরুষ রয়েছেন। কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শিশু এবং মহিলা-সহ ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

পুলিশ জানিয়েছে, মুঘলাগড়ি গ্রামে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন। হুড়োহুড়ির কারণ জানার চেষ্টা চলছে। মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খোঁজখবর নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্বে থাকবেন আগরার অতিরিক্ত ডিজি। ঘটনার খবর পেয়ে মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিংহ। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলে গিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিকন্দরারাউ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক ছিল না। মাত্র একজন চিকিৎসক ছিলেন হাসপাতালে, যা এই পরিস্থিতিতে অপ্রতুল। চিকিৎসার গাফিলতির অভিযোগও উঠেছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, ঘটনার দেড় ঘণ্টা পরও প্রশাসনের কোনও আধিকারিক উপস্থিত হননি, এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

‘ভারতের কুস্তিকে বাঁচান’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের প্রতিপত্তির কথা বললেন সাক্ষী মালিক  

খবর অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়ার দ্বারস্থ হলেন কুস্তিগির...

ডিসেম্বরে ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হবে, কী করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র

ফের ইসরোর (ISRO) সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। ডিসেম্বরে ইতিহাস গড়তে চলেছে ভারতীয়...

আর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আর জি কর ধর্ষণ-হত্যার মামলার বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানোর আর্জি খারিজ...

ক্রেডিট কার্ড থেকে কী ভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন?

ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক ধরনের বিল পরিশোধ করা সম্ভব হলেও, কিছু নির্দিষ্ট অর্থপ্রদান যেমন...

আরও পড়ুন

আর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আর জি কর ধর্ষণ-হত্যার মামলার বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানোর আর্জি খারিজ...

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।...

গত এক বছরে নিখোঁজ ২৫ বাঘ, রণথম্ভৌরে চাঞ্চল্য

খবর অনলাইনডেস্ক: রাজস্থানের রণথম্ভৌর জাতীয় উদ্যানে গত এক বছরে খোঁজ নেই ২৫টি বাঘের। সম্প্রতি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে