ভুপাল : অন্ততপক্ষে ৮ জন যাত্রী আহত। তাঁদের মধ্যে গুরুতর ভাবে আহত ২ জন। মঙ্গলবার সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টার মধ্যের ঘটনা। জাবদি স্টেশনের কাছে ভোপাল-উজ্জইন প্যাসেঞ্জার ট্রেনে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ হয় ট্রেনটির পেছন থেকে ২ নম্বর কামরায়। এটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা। ইনদওর থেকে রেলের জনসংযোগ অধিকারিক জিতেন্দ্র কুমার জয়ন্ত জানান, ঘটনা ঘটে ভোপাল থেকে ৮০ কিলোমিটার দূরে। ঘটনার পর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের প্রকৃতি থেকে তার কারণ খুঁজে বার করার চেষ্টা করে। ঘটনায় ট্রেনটির দু’টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে দু’টিকে ট্রেন থেকে আলাদা করা হয়েছে।
Bhopal-Ujjain passenger train explosion: ADG (intelligence) calls meeting. IG (intelligence), AIG (Law and Order) present in the meeting pic.twitter.com/wmKAUSFeWw
— ANI (@ANI_news) March 7, 2017
রেল পুলিশের এসপি কৃষ্ণাভেনি দেশাভাতু জানান, বিস্ফোরণের ফলে ওই কোচটির ছাদের ক্ষতি হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো রকম বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি বা এমন কোনো যন্ত্রও মেলেনি যার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। অবশ্য সেখান থেকে একটি বাক্স উদ্ধার করা হয়েছে। যেটিকে পরীক্ষা করে দেখছে বোমা নিষ্ক্রিয়কারী দল।
ঘটনার পর রেলের তরফে যাত্রীদের পরিজনদের জন্য কয়েকটি হেল্প-লাইন নম্বর চালু করেছে। নম্বরগুলি হল ——
উজ্জয়িনি – ০৭৩৪-১০৭২, ০৭৩৪-৬০৯০৬
ইন্দোর – ০৭৩১-১০৭২, ০৭৩১-২৫২১০৪৪, ০৭৩১-২৫২১০৪৫, ০৭৩১-২৫২১০৪৬
রতলাম – ০৭৪১২-১০৭২
নাগদা – ০৭৩৬৬-১০৭২
ভোপাল – ০৭৫৫-৪০০১৬০৬, ০৭৫৫-৫৬৫০৮
হাবিবগঞ্জ – ০৭৫৫-৪০০১৬০৩, ০৭৫৫-৫৫৫৫১
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।