সেলফি তুলতে গিয়ে মৃত্যু অ্যাথলিট পূজা কুমারীর

0

সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়া, বা মৃত্যু যেন দিন দিন বেড়েই চলেছে। এ বার এর বলি হলেন জাতীয় স্তরের অ্যাথলিট পূজা কুমারী। উত্তরাখন্ডের বাসিন্দা এই দৌড়বিদ, শনিবার বিকেলে ভোপালের সাই ক্যাম্পাসে একটি পুকুরের ধারে  দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।

পা ফস্কে পড়ে গিয়ে তলিয়ে যান পূজা। পূজা সাঁতার জানতেন না, জানান সাই-এর এক আধিকারিক। সঙ্গের দুই জন অ্যাথলিটও সাঁতার জানতেন না। তাই সাহায্যের জন্য অন্যদের ডাকতে গিয়ে কিছুটা সময় চলে যায়। এর পর পূজাকে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের খবর, পুকুরের পাড় খুব খাড়া থাকায় পড়ে গিয়ে উঠে আসাটা খুব কঠিন। পাড় খাড়া হওয়ার জন্য পূজাকে জল থেকে তুলতেও দেরি হয়। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ কথা জানান স্থানীয় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুনীল দুবে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন