অযোধ্যা (উত্তরপ্রদেশ): প্রাণপ্রতিষ্ঠা করার মাসছয়েকের মধ্যেই অযোধ্যার রামমন্দিরের ছাদ থেকে জল ‘লিক’ করছে। ঠিক যেখানে রামলালার গর্ভগৃহ রয়েছে তার কাছেই ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে। এ কথা জানিয়ে এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
বর্ষার আসার সঙ্গে সঙ্গেই এই জল ‘লিকেজ’ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রধান পুরোহিত বলেছেন, এই মরশুমে যেদিন প্রথম বৃষ্টি হয়, সেদিনই জল পড়া শুরু হয়। তিনি বলেছেন, “এত ইঞ্জিনিয়ার রয়েছেন এখানে। আর প্রাণপ্রতিষ্ঠা হয়েছে গত ২২ জানুয়ারি। আর ছাদ থেকে জল ‘লিক’ করে যাচ্ছে। কেউ এই ব্যাপারটা নিয়ে ভাবেনইনি।”
আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, নবনির্মিত রামমন্দিরে ঠিকঠাক ড্রেনেজ ব্যবস্থা নেই। তার জন্য ওপর থেকে জল ‘লিক’ করলেই তা জমা হচ্ছে মূর্তির কাছে।
রামমন্দিরের এখনও যে কাজ চলছে তা ২০২৫-এর জুলাইয়ের মধ্যে শেষ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান পুরোহিত। মন্দির নির্মাণ প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা ও তদন্তের ডাক দিয়েছেন সত্যন্দ্র দাস।
এই বিষয়টি নিয়ে কোনো রকম ব্যবস্থা না নিলে বৃষ্টি বাড়ার সাথে সাথে পূজা- প্রার্থনার কাজ ব্যাহত হতে পারে বলে প্রধান পুরোহিত সাবধান করে দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং জে পি নড্ডার মতো বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট অযোধ্যা কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করে।
আরও পড়ুন
মহাকাশ থেকে দেখা ‘রাম সেতু’: অত্যাশ্চর্য ছবি শেয়ার ইউরোপীয় সংস্থার