Homeখবরদেশ‘আমি আর পারছি না’! সুইসাইড নোটে কর্তৃপক্ষের চাপের কথা লিখে আত্মহত্যা বেসরকারি...

‘আমি আর পারছি না’! সুইসাইড নোটে কর্তৃপক্ষের চাপের কথা লিখে আত্মহত্যা বেসরকারি ফিনান্স সংস্থার এরিয়া ম্যানেজারের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কর্মক্ষেত্রে কাজের চাপে ফের আত্মহত্যার ঘটনা। উত্তরপ্রদেশের ঝাঁসিতে বেসরকারি ফিনান্সের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ৪২ বছর বয়সী তরুণ সাক্সেনা আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বাড়ির পরিচারিকা তাঁর দেহ দেখতে পান। সুইসাইড নোটে তরুণ অভিযোগ করেছেন, গত দু’মাস ধরে সিনিয়রদের চাপে ও হুমকির মুখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাঁর মৃত্যুতে কর্মস্থলে চাপ ও মানসিক নির্যাতনের বিষয়টি আবারও উঠে এসেছে।

তরুণের সুইসাইড নোটে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, বেসরকারি ফিনান্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে বারবার লক্ষ্য পূরণের জন্য চাপ দিচ্ছিলেন এবং বেতন কেটে নেওয়ার হুমকি দিচ্ছিলেন। তিনি উল্লেখ করেছেন, তিনি ও তাঁর সহকর্মীরা প্রায়ই সেই ইএমআইয়ের টাকা নিজের পকেট থেকে মেটাতে বাধ্য হতেন, যা তাঁরা সময়মতো আদায় করতে পারেননি। তাঁর কথায়, “আমি ৪৫ দিন ধরে ঠিকমতো ঘুমাইনি। খেতেও পারছি না। প্রচণ্ড মানসিক চাপে রয়েছি। সিনিয়র ম্যানেজাররা যেকোনো মূল্যে লক্ষ্য পূরণের নির্দেশ দিচ্ছেন, নাহলে চাকরি ছাড়তে বলছেন।”

সুইসাইড নোটে তরুণ সাক্সেনা আরও লেখেন, “আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আমার চিন্তার ক্ষমতা হারিয়েছি। আমি আর পারছি না।” স্ত্রী মেঘা ও দুই সন্তান, ইয়থার্থ এবং পিহুর জন্যও সুইসাইড নোটে তিনি শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি ক্ষমা চেয়েছেন। তরুণ লিখেছেন, “আমি আমার সন্তানদের স্কুলের ফিস পুরো বছরের জন্য দিয়ে দিয়েছি। তোমরা মেঘা, ইয়থার্থ এবং পিহুর যত্ন নিও। মম্মি, পাপা, আমি কখনও কিছু চাইনি, কিন্তু আজ তোমাদের কাছে একটি অনুরোধ করছি। দয়া করে দ্বিতীয় তলায় ঘর তৈরি করে দাও, যাতে আমার পরিবার আরামে থাকতে পারে।”

নির্ধারিত সময়ে ভর্তি ফি জমা করতে ব্যর্থ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আইআইটি ধানবাদে ভর্তির সুযোগ পেলেন দলিত ছাত্র

তরুণের আত্মহত্যার পর তাঁর কাজের চাপের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। তরুণের ভাইপো গৌরব সাক্সেনা জানান, সকালে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর সিনিয়র ম্যানেজাররা তাঁকে পদ থেকে সরানোর হুমকি দিয়েছিলেন। তিনি আরও বলেন, “তরুণ তাঁর সুইসাইড নোটে স্পষ্টভাবে সিনিয়রদের নাম উল্লেখ করেছেন এবং তাঁর মৃত্যুর জন্য তাঁদের দায়ী করেছেন।”

স্থানীয় পুলিশ অফিসার বিনোদ কুমার গৌতম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছি, যেখানে উল্লেখ রয়েছে যে কর্মস্থলে সিনিয়রদের চাপের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তরুণ। পরিবার যদি অভিযোগ জানায়, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

তরুণ সাক্সেনার আত্মহত্যা এবং তাঁর সুইসাইড নোটে কর্মস্থলের সিনিয়রদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি দেশে কর্মসংস্থানের চাপ ও বিষাক্ত কর্মস্থল সংস্কৃতি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে।

এর আগেও এমন একটি ঘটনা ঘটেছে, যখন ২৬ বছর বয়সী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যানা সেবাস্টিয়ান পেরাইল আত্মহত্যা করেন। তাঁর মা অনিতা অগাস্টিন একটি খোলা চিঠিতে কর্মক্ষেত্রের ওভারটাইম এবং কাজের চাপের কথা উল্লেখ করেছিলেন। অ্যানার মৃত্যুর পর ইওয়াই ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব মেমানি দুঃখপ্রকাশ করে বলেন, “কর্মক্ষেত্রে কর্মচারীদের কল্যাণের বিষয়টি আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”

অ্যানার ঘটনার পর দেশের শ্রম মন্ত্রকও একটি তদন্ত শুরু করেছে। তরুণ সাক্সেনার এই মর্মান্তিক মৃত্যু ও তার সুইসাইড নোটে অভিযোগগুলিও একই বিষাক্ত কর্মসংস্কৃতির ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।