দেশ
৬টি ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ! ধর্মঘটের পথে যেতে পারে এআইবিইএ

ওয়েবডেস্ক: কেন্দ্রীয় ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ শনিবার বিক্ষোভ দেখাল কর্মচারীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। গত শুক্রবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে একত্রিত করে ৪টি ব্যাঙ্ক গঠন করার সিদ্ধান্ত। তার প্রতিবাদেই এ দিন প্রতিবাদ জানায় ব্যাঙ্ক কর্মচারীদের একাধিক সংগঠন।
এ দিনের প্রতিবাদে শামিল হন সরকারি-বেসরকারি উভয় ধরনের ব্যাঙ্ক কর্মচারীরা। হাতে কালো ব্যাজ পরে তাঁরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন। দিল্লিতে একটি মিছিলও আয়োজিত হয় এ দিন।
এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটাচলম অভিযোগ করেন, আদতে ছ’টি ব্যাঙ্কের ঝাঁপ বন্ধ করতেই ফের ব্যাঙ্ক সংযুক্তির পথে হাঁটল কেন্দ্র। এই সিদ্ধান্তকে তিনি অনৈতিক আখ্যা দিয়ে পুনর্বিবেচনার দাবি জানান।
ভেঙ্কটাচলম বলেন, সরকার দাবি করছে এটা ব্যাঙ্ক সংযুক্তিকরণ। কিন্তু বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই ব্যাঙ্কগুলি অদূর ভবিষ্যতে অদৃশ্য হয়ে যাবে।
তাঁর কথায়, গত ২০০৮ সালে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। কিন্তু ভারত সে সময় নিজের শক্ত পায়ে দাঁড়িয়ে ছিল। বিশ্ব মন্দার প্রভাব থেকে নিজেকে বাঁচাতে সফল হয়েছিল ভারত। তার কারণ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।
একই সঙ্গে তিনি জানান, সংগঠন এ বিষয়ে আগামী ১১ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকে বসছে। সরকার যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তা হলে ধর্মঘটের পথে যেতে পারে সংগঠন।
দেশ
সীমান্তে একটি হত্যাও দুঃখজনক, ঢাকায় যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন ভারতের বিদেশমন্ত্রী
দু’ দেশের বিদেশমন্ত্রী সাড়ে ১১টা নাগাদ ‘পদ্মা’য় এক বৈঠকে মিলিত হন।

ঋদি হক: ঢাকা
সীমান্তে হত্যার ঘটনাকে দুঃখজনক আখ্যা দিলেন ভারতের বিদেশমন্ত্রী (Indian Foreign Minister) ড. এস জয়শঙ্কর (Dr. S Jaishankar)। তিনি মনে করেন, সীমান্তে যাতে হত্যার ঘটনা না ঘটে, কোনো অপরাধ না ঘটে, সেটা সুনিশ্চিত করাই দু’ দেশের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় এক যৌথ সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন জয়শঙ্কর।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের (Dr. A K Abdul Momen) আমন্ত্রণে এক দিনের সংক্ষিপ্ত সফরে এ দিনই ঢাকায় আসেন ভারতের বিদেশমন্ত্রী। সকাল ১০টা নাগাদ বিশেষ ফ্লাইটে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছোন। বঙ্গবন্ধু এয়ারবেসে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী (Bangladesh Foreign Minister)।
দু’ দেশের বিদেশমন্ত্রী সাড়ে ১১টা নাগাদ ‘পদ্মা’য় এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর তাঁরা যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দেন।

সীমান্তে হত্যা প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বলেন, “সাধারণত সীমান্তে হত্যা ভারতের ভিতরেই ঘটে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হত্যা হলেও যে তা দুঃখজনক সে ব্যাপারে আমরা একমত। এখন আমাদের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে একটি হত্যাকাণ্ডও সেখানে না ঘটে। আমার মনে হয়, দু’ পক্ষ এই সমস্যার সমাধান করতে পারবে।”
ড. জয়শঙ্কর বলেন, বাংলাদেশ এ বছর মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এই উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন। তাঁর সেই সফর উপলক্ষ্যে তিনি ঢাকায় এসেছেন।
মোদীর সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা-স্মারক চূড়ান্ত করতেই তাঁর এই সফর।
বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়েই আলোচনা হয়েছে। তাঁর সফরকালেই বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করা হবে। ভারতের প্রধানমন্ত্রীর সফর দু’ দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সকলের আশা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। ওই দিন ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেনের শুভ সূচনা করবেন দুই প্রধানমন্ত্রী। মোদীর সফরকালে দুই প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করবে বঙ্গবন্ধু-বাপু জাদুঘর।
দেশ
বয়স মেপে চলছে টিকাকরণ, কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাইল হাইকোর্ট
“অন্য দেশকে সাহায্য করার জন্য ভ্যাকসিন দিচ্ছি বা তাদের কাছে বিক্রি করছি এবং আমাদের নিজেদের লোককে তা দিচ্ছি না”, বলল হাইকোর্ট।

খবর অনলাইন ডেস্ক: বর্তমানে ৬০ বছরের বেশি অথবা কো-মর্বিডিটি রয়েছে, এমন ৪৫ বছরের বেশি বয়সিদের করোনা টিকাকরণ চলছে। ঠিক কী কারণে এই কঠোর নিয়ন্ত্রণ, কেন্দ্রের কাছে তারই ব্যাখ্যা চাইল দিল্লি হাইকোর্ট।
হাইকোর্ট বলে, সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক যথাক্রমে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নামে দু’টি কোভিড ভ্যাকসিন তৈরি করছে। ভ্যাকসিন জোগান দেওয়ার জন্য আরও ক্ষমতা রয়েছে তবে মনে হয় তাদের সম্পূর্ণ ক্ষমতা কাজে লাগানো হচ্ছে না।
দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সঙ্গী এবং রেখা পল্লির বেঞ্চ বলে, “আমরা এটাকে পুরোপুরি ভাবে ব্যবহার করছি না। আমরা হয় তা বিশ্বের অন্য দেশকে সাহায্য করার জন্য দিচ্ছি বা তাদের কাছে বিক্রি করছি এবং আমাদের নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছি না। সুতরাং আমাদের সেই দায়িত্ব ও জরুরি বোধ থাকতে হবে”।
একই সঙ্গে তাঁরা উৎপাদন বৃদ্ধির দিকেও দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ভারত সরকার টিকাকরণের শৃঙ্খলা বিশেষ করে দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভ্যাকসিনগুলি পরিবহণের সক্ষমতা প্রকাশ করে একটি হলফনামা দাখিল করবে। বর্তমানে গৃহীত ব্যবস্থারও নির্দেশ করবে”।
উচ্চ আদালত আরও বলে “টিকাকরণের জন্য বয়সের ভিত্তিতে শ্রেণি বিভাগ করা হয়েছে। এই কঠোর নিয়ন্ত্রণ রাখার পিছনে যুক্তিটি ব্যাখ্যা করবে ভারত সরকার”।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে সময়সীমা বেঁধে দেয় আদালত। জানানো হয়, আগামী ৯ মার্চের মধ্যে হলফনামা দাখিল করতে হবে। সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটির শুনানি হবে আগামী ১০ মার্চ।
আরও পড়তে পারেন: ‘পর্ন দেখানো হয়, নিয়ন্ত্রণ দরকার’, ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশ
ওড়িশার সিমিলিপাল টাইগার রিজার্ভে এক সপ্তাহ পরেও জ্বলছে আগুন, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রায় এক সপ্তাহ আগে আগুন লাগে। রাজকন্যার টুইটের পরে প্রশাসনিক পদক্ষেপ!

খবর অনলাইন ডেস্ক: প্রায় এক সপ্তাহ আগে আগুন লাগে ওড়িশার সিমিলিপাল ফরেস্ট রিজার্ভে। যে আগুন এখন জ্বলে চলেছে। সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। এর পরই রাজ্য প্রশাসন আগুন নেভানোর পদক্ষেপ নিয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বুধবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। ওই বৈঠকে তিনি সিমিলিপাল বনাঞ্চলকে বিশ্বের মূল্যবান সম্পদ হিসাবে বর্ণনা করে সরকারি আধিকারিকদের বনের সংরক্ষণ নিশ্চিত করতে এবং বনের আগুনের ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
বন্য প্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যু!
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সিমিলিপাল ফরেস্ট রিজার্ভ ২,৭৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আগুনের বীভৎস শিখাগুলি এক অংশ থেকে অন্য অংশে ছড়িয়ে পড়ে। বুধবার পর্যন্ত সিমিলিপাল বন বিভাগের মোট ২১টি রেঞ্জের মধ্যে আটটিতে জ্বলতে দেখা যায় আগুনের শিখা। এতে বন্য প্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যু হয়েছে।
রাজকন্যার টুইটের পরে প্রশাসনিক পদক্ষেপ
ময়ূরভঞ্জের রাজপরিবারের রাজকন্যা অক্ষিতা এম ভঞ্জদেও সিমিলিপাল আগুন নিয়ে টুইট করেছিলেন। জানা যায়, তার পরেই ওড়িশা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবিলার পদক্ষেপ করেছিল।
গত ১ মার্চ টুইট করেছিলেন অক্ষিতা। তিনি লেখেন, “ময়ূরভঞ্জে গত সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক সপ্তাহ আগে ৫০ কেজির মতো গজদন্ত দেখা গিয়েছিল। কয়েক মাস আগেই সিমলিপালের স্থানীয় যুবকরা বালি ও কাঠের মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। রাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম ছাড়া, কোনো জাতীয় সংবাদমাধ্যম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বায়োস্ফিয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর করছে না”।
তার এই টুইটের পরে পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভাড়েকর এই বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আগুন নেভাতে রাজ্য প্রশাসন দল পাঠায়।
আগুন এখন নিয়ন্ত্রণে, দাবি প্রশাসনের
ওড়িশার বন ও পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মোনা শর্মা জানিয়েছেন, সিমলিপালের আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। মুখ্যমন্ত্রীর ডাকা উচ্চ-পর্যায়ের বৈঠকেও তিনি অংশ নেন। তিনি বলেন, বনের আগুনে কোনো প্রাণহানি হয়নি।
আগুন নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অপারেটিং পদ্ধতি (এসওপি) জারি করা হয়েছিল। তিনি আরও বলেছেন, বড়ো গাছ ক্ষতিগ্রস্ত হয়নি। বিভাগীয় বন কর্মকর্তাদের (ডিএফও) নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন রাজ্য সরকার এবং জেলাশাসকদের অগ্নিকাণ্ডের সতর্কতার বিষয়ে অবহিত করেন।
সিমিলিপালে বনের আগুন নিয়ন্ত্রণে আড়াইশো ফরেস্ট গার্ড-সহ এক হাজারের মতো কর্মী নিযুক্ত রয়েছেন। এ ছাড়াও, আগুন নিয়ন্ত্রণে রাখতে ৪০টি দমকল এবং ২৪০ ব্লোয়ার মেশিন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের এক আধিকারিক।
সূত্র: ইন্ডিয়া টুডে
-
প্রযুক্তি2 days ago
মাত্র ২২ টাকায় জিও ফোন প্রিপেড ডেটা ভাউচার! জানুন বিস্তারিত
-
শিক্ষা ও কেরিয়ার1 day ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
রাজ্য3 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত
-
দেশ1 day ago
স্বামীর ‘দাসী’ নন স্ত্রী, এক সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না, বলল সুপ্রিম কোর্ট