ওয়েবডেস্ক: এ বারের অক্টোবর মাস রীতিমতো উৎসবের মাসে পরিণত হয়েছে। দুর্গাপুজো, কালীপুজো এবং ভাইফোঁটা- এ বছর সবই পড়েছে অক্টোবরে। এমনতি দেশের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের ছুটির তফাত থাকলেও এ মাসের ১১ দিনই যে দেশ জুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকছে, সে বিষয়ে আগাম জানিয়ে দিয়েছে ব্যাঙ্কের ছুটির তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক, এ মাসের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে-
১. বুধবার, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে বন্ধ ব্যাঙ্ক পরিষেবা।
২. সাপ্তাহিক ছুটি হিসাবে আগামী রবিবার, ৬ অক্টোবর বন্ধ ব্যাঙ্ক।
৩. আগামী সোমবার, ৭ অক্টোবর, মহানবমী- স্বাভাবিক ভাবে সে দিন ব্যাঙ্কের ছুটি।
৪. এর পর আগামী মঙ্গলবার, ৮ অক্টোবর, মহাদশমী এবং দশেরার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ১২ অক্টোবর, মাসের দ্বিতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬. ১৩ অক্টোবর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।
৭. তৃতীয় সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটি হিসাবে ২০ অক্টোবর, রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮. ২৬ অক্টোবর চতুর্থ শনিবার, যে কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯. ২৭ অক্টোবর রবিবার ব্যাঙ্কের নিয়মিত ছুটি। ওই দিনই দীপাবলি।
১০. ২৮ অক্টোবর গোবর্ধন পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
১১. ২৯ অক্টোবর ভাইফোঁটার জন্য ব্যাঙ্কের ছুটি।