Homeখেলাধুলোক্রিকেটশ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আয়ার।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার এখন অনেকটাই সুস্থতার পথে। গত শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে রাখা হয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী, তাঁকে এখন আইসিইউ থেকে সরিয়ে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত হয়েছেন।

ক্রিকবাজের রিপোর্টে জানানো হয়েছে, ৩০ বছর বয়সি এই ব্যাটারের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’। ভারতীয় চিকিৎসক সারাক্ষণ শ্রেয়সের পাশে রয়েছেন। তিনি শ্রেয়সের প্রতিদিনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিসিসিআই তাদের অফিসিয়াল এক্স (X) অ্যাকাউন্টে জানিয়েছে, “শ্রেয়স আয়ার ফিল্ডিং করার সময় বাঁ দিকের নীচের পাঁজরে আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্ক্যান করার পর দেখা যায়, তাঁর প্লীহায় (spleen) ছেদনজাতীয় আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং দ্রুত সেরে উঠছেন। ভারতীয় ও সিডনির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, শ্রেয়সের কয়েকজন স্থানীয় বন্ধু তাঁর সঙ্গে রয়েছেন এবং পরিবারের একজন সদস্য মুম্বই থেকে সিডনিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সপ্তাহান্তে ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় কিছুটা বিলম্ব হয়েছে।

বিসিসিআই ও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শ্রেয়সকে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করা হবে না। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সিডনিতেই থাকবেন এবং কয়েক দিন আরও হাসপাতালে কাটাতে পারেন।

শ্রেয়স আয়ার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পাঁচ ম্যাচের টি২০ স্কোয়াডে ছিলেন না। এ ছাড়া তিনি আগেই ছয় মাসের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে দেখা যাবে না। তবে তিনি যদি দ্রুত সেরে ওঠেন, তা হলে প্রোটিয়াদের বিপক্ষে একদিনের সিরিজে তাঁকে ফের দেখা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।