কান-এ বাঙালির জয়, শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ পুরস্কার জিতল

0

কান: বাঙালির জয়জয়কার কান-এ। এক বাঙালি পড়ুয়ার তৈরি তথ্যচিত্র পুরস্কার জিতে নিল। ছবির নাম, ‘অল দ্যাট ব্রিদস’। একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কারে ভূষিত হয়েছে এই তথ্যচিত্র। যার নির্মাতা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্র শৌনক সেন।

২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার আর এক নাম, ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’। সেই সম্মানই চলতি বছর শৌনকের ঝুলিতে।

দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকেন দুই ভাইবোন। মহম্মদ সৌদ এবং নাদিম শাহজাদ। তাঁদের জীবন ঘিরেই এগোয় ছবির কাহিনী। তবে সব চেয়ে আকর্ষণীয় মহম্মদ এবং নাদিমের অদ্ভুত নেশা। আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন তাঁরা। তারই সূত্রে গল্প মোড় নেয় অন্য খাতে।

কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে ‘অল দ্যাট ব্রিদস’-এর প্রিমিয়ার হয়েছিল। ৯০ মিনিটের তথ্যচিত্র সেখানেই বিচারকদের মন জয় করে নেয়। পোল্যান্ডের চিত্র পরিচালক অ্যাগনিয়েস্কা হল্যান্ড, মরক্কোর লেখক তথা নির্দেশক হিশাম ফালা ছাড়াও বিচারকমণ্ডলীতে ছিলেন খ্যাতনামী সাহিত্যিক, অভিনেতা এবং সাংবাদিক।

দিল্লিবাসী শৌনকের এটি দ্বিতীয় ছবি। ২০১৫ সালে ‘সিটিস অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন তিনি। কান-এর মঞ্চজয়ের আগে আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র উৎসবে জিতে এসেছে শৌনকের ছবি। তার পর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও বাজিমাত। সব মিলিয়ে খুশির পালক বাঙালির মুকুটে।

আরও পড়তে পারেন:

বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কৃষিতে আরও এক ধাপ এগিয়ে দিল ইফকো

জুন মাসে ক’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

জোর করেই ফাঁসানো হয়েছিল আরিয়ানকে, এমনই মনে করছে সিট

বিজেপি-র দু’জন তৃণমূলে এসেছেন, দরজা খুলে দিলে পুরো দলটাই উঠে যাবে, দাবি অভিষেকের

অঙ্কিতার অবৈধ নিয়োগ মামলায় এ বার ববিতাকে ফোন সিবিআইয়ের, কী চাইছেন তদন্তকারীরা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.