বেঙ্গালুরু: মাত্র কয়েকদিনের ব্যবধান, তাতেই পালটে গেল শহর বেঙ্গালুরুর সংজ্ঞা। সব থেকে অসুরক্ষিত শহর থেকে সে তকমা পেল সব থেকে দ্রুত উন্নয়নশীল শহরের। বোস্টন, সাংহাইয়ের মতো শহরকে পেছনে ফেলে এখন শীর্ষে ভারতের ‘সিলিকন উপত্যকা’।
সুইৎজারল্যান্ডের দাভসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই রিপোর্টটি প্রকাশ করে রিয়াল এস্টেট কনসালট্যান্সি ফার্ম জেমস লাঙ্গ লাসেল। জনসংখ্যা, প্রযুক্তি, শিক্ষার মান, যোগাযোগ ব্যবস্থা এবং কর্পোরেট কার্যকলাপের ভিত্তিতে তিরিশ শহরের র্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।
ভারতীয় শহর হিসেবে বেঙ্গালুরুর সব থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হায়দরাবাদ। পঞ্চম স্থানে রয়েছে তেলঙ্গনার রাজধানী। এই খবরে রীতিমতো চমৎকৃত কর্নাটক সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে বলেন, “দিনের পর দিন যে ভাবে উন্নয়ন হচ্ছে বেঙ্গালুরুর, তারই পুরষ্কার পেলাম আমরা।”
তিরিশটি শহরের মধ্যে ভারতের তিনটে শহর স্থান পেয়েছে। পুনে, চেন্নাই আর মুম্বই। বিশ্বব্যাপী শহর হিসেবে স্থান পেয়েছে নিউ ইয়র্ক, মেলবোর্ন, লস আঞ্জেলেস আর স্টকহোমও।