chennai airport

চেন্নাই: মুহূর্তের অসচেতনতা! সেলফি তুলতে গিয়ে পড়ে গেলেন ওভারব্রিজ থেকে। ঘটনাস্থলেই মৃত্যু বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তির কর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিজয়াওয়াড়া নিবাসী চৈতন্য ভুয়ুরু ওভারব্রিজের রেলিং-এ বসে ফোনে কিছু একটা করছেন, হয় সেলফি তুলছেন নয়তো কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই টাল সামলাতে না পেরে পড়ে যান দশ ফুট নিচে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। সকাল সাড়ে ছ’টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওভারব্রিজটি চেন্নাই বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টার্মিনালে যাত্রী নামানোর জন্য ব্যবহার করা হয়। বিমান ধরার জন্য সেই ওভারব্রিজেই ছিলেন ভুয়ুরু। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।

বিজয়াওয়াড়া নিবাসী ভুয়ুরুর বেঙ্গালুরুতে আক্সেনচারে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, সম্ভবত সেলফি তুলতে গিয়েই পড়ে যান ওই তথ্যপ্রযুক্তি কর্মী। তবে সেলফি তুলতে গিয়ে না ফোনে কথা বলতে গিয়ে তিনি পড়ে গিয়েছেন সে ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here