হাথরস: হাথরসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার চার দিন পর অবশেষে মুখ খুললেন ধর্মগুরু সুরজপাল সিংহ ওরফে ভোলে বাবা। তাঁর ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পর থেকে তিনি গোপনে ছিলেন। অবশেষে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রকাশ্যে এসে তিনি শোকপ্রকাশ করেছেন এবং দুঃখ ব্যক্ত করেছেন।
সংবাদ সংস্থা এএনআই-এর মাধ্যমে ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় ভোলে বাবা বলেন, “২ জুলাই যা ঘটেছে, তার পর আমি গভীর ভাবে ব্যথিত। প্রভু আমাদের এই কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়ার শক্তি দিন। প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস, যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাঁরা প্রকৃত দোষী, তাঁদের শাস্তি হবে।”
ভোলে বাবা আরও জানান যে, তাঁর উকিল এপি সিংহের মাধ্যমে তিনি মৃতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য কমিটির সদস্যদের অনুরোধ করেছেন। এই ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি হাথরসের মানুষদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং প্রশাসনের উপর আস্থা রাখতে বলেছেন।
কে এই ‘বিশ্ব হরি ভোলে বাবা’? যাঁর ‘সৎসঙ্গে’ এসে হাথরসে প্রাণ গেল ১২১ জনের
এই ঘটনার পর থেকে হাথরসের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। প্রশাসন এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
#WATCH | Hathras Stampede Accident | Mainpuri, UP: In a video statement, Surajpal also known as 'Bhole Baba' says, "… I am deeply saddened after the incident of July 2. May God give us the strength to bear this pain. Please keep faith in the government and the administration. I… pic.twitter.com/7HSrK2WNEM
— ANI (@ANI) July 6, 2024