অমদাবাদ: টানা সপ্তমবার ভোটে জিতে গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার ভোটগণনার শুরু থেকেই বাকিদের পিছনে ফেলে ক্রমশ এগিয়েছে গেরুয়া শিবির। এখনও পর্যন্ত দেড়শোর বেশি আসনে এগিয়ে অথবা জয়ী। যেখানে সরকার গড়ার জন্য প্রয়োজন ৯২টি আসন।
তিন দশক ক্ষমতা ধরে রাখার রেকর্ড গড়তে চলেছে বিজেপি। ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে এখনও কিছুটা সময় লাগবে। তবে ফলাফলের প্রবণতা বলছে, আর বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত (দুপুর পৌনে তিনটে) ১৫৭টি আসনে এগিয়ে/জয়ী বিজেপি। অন্য দিকে, বাকি আসনগুলির মধ্যে কংগ্রেস, আপ এবং অন্যান্য এগিয়ে/জয়ী যথাক্রমে ১৭, ৫ এবং ৩টি আসনে।
নির্বাচনের ফলের এই ট্রেন্ড সামনে আসতেই উচ্ছ্বাস দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। বাদ্যি বাজিয়ে নাচের তালে পা মেলান কর্মী-সমর্থকরা। জয়ের ইঙ্গিত মিলতেই শঙ্খ বাজিয়ে বিজয় উৎসবেও সামিল হন কেউ কেউ। মহিলা কর্মীরা নাচের ছন্দে পা মেলান গান্ধীনগরে।
এরই মধ্যে সংবাদ সংস্থা এএনআই টুইটারে জানাল, গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১২ ডিসেম্বর শপথ নেবেন ভূপেন্দ্র পটেল।
প্রসঙ্গত, ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। গুজরাতের ফলাফল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “নরেন্দ্র মোদী-জির বিজেপিকে একটি অভূতপূর্ব জনমত দিয়েছে গুজরাত। এটা ধারাবাহিক ভাবে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের জন্যই সম্ভব হয়েছে”।
উল্লেখযোগ্য ভাবে, ১৯৮৫ সালের নির্বাচনে ১৪৯টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। সেই রেকর্ড ভেঙে এ বার দেড়শোর বেশি আসন জয়ের সামনে বিজেপি। অন্য দিকে, কংগ্রেসের আসন সংখ্যা নেমে আসতে পারে ২০-র ঘরে। যা সর্বকালের সবচেয়ে কম।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।