Homeখবরদেশঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে...

ঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলল পুরো পরিবার

প্রকাশিত

ক্রমশ বেড়ে চলা ঋণের চাপে বিপর্যস্ত এক পরিবারের পাঁচ সদস্য বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য। বিহারের বাঁকা জেলায় ওই পরিবারের একজনের মৃত্যু হয়েছে এবং বাকি চার জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারের প্রধান কানহাইয়া মাহাতো মারা গিয়েছেন। তাঁর স্ত্রী গীতা দেবী এবং তিন সন্তান বর্তমানে ভগতপুরের মায়াগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ধার ও ঋণের চাপ এবং বেসরকারি ব্যাঙ্কের এজেন্টদের লাগাতার হয়রানির কারণে তাঁরা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন কানহাইয়া মাহাতো। পরিবারের খরচ মেটাতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রমাগত বাড়তে থাকা ঋণ এবং দারিদ্র্যের কারণে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

১৬ বছর বয়সি কন্যা সাবিতা কুমারী কান্নায় ভেঙে পড়ে জানিয়েছে, “মা-বাবা বলেছিলেন, আমরা এই লজ্জা নিয়ে বাঁচতে পারব না। তাঁরা বলেছিলেন, আমরা সবাই একসঙ্গে যাব”।

পরিবারটি শনিবার রাত প্রায় ২টো নাগাদ সালফাস নামে একটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এই ট্যাবলেট সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তবে ৮ বছর বয়সি ছোট সন্তান রাকেশ কুমার ট্যাবলেট মুখে নেওয়ার পর তা ফেলে দেয়, ফলে সে বেঁচে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কানহাইয়ার শ্যালিকা বীনা দেবী একজন আত্মীয়ের কাছ থেকে ফোন পান। তিনি দ্রুত তাঁদের সাহায্যে ছুটে যান। এরপর সবাইকে প্রথমে অমরপুর রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কানহাইয়া মাহাতো হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর স্ত্রী ও সন্তানেরা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি আবারও ঋণের ফাঁদে পড়া পরিবারের দুর্দশা ও ব্যাঙ্কের এজেন্টদের হয়রানির কুপ্রভাবকে সামনে নিয়ে এল।

আরও পড়ুন: ‘আমি আর পারছি না’! সুইসাইড নোটে কর্তৃপক্ষের চাপের কথা লিখে আত্মহত্যা বেসরকারি ফিনান্স সংস্থার এরিয়া ম্যানেজারের

সাম্প্রতিকতম

মালদহে ফের তৃণমূল নেতার উপর হামলা, এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক

মালদহের কালিয়াচকে তৃণমূল নেতার উপর গুলি চালানোর ঘটনা। এক কর্মীর মৃত্যু, অঞ্চল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।

লস অ্যাঞ্জেলেস দাবানল: তীব্র হাওয়ার কারণে আরও ছড়াতে পারে আগুন, সতর্কতা আবহাওয়া দফতরের

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪। ৪০,০০০ একর এলাকা পুড়ে ছাই। ৭০ মাইল প্রতি ঘণ্টার ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা।

তিরন্দাজিতে ভারতের নতুন দল ঘোষণা, কামব্যাক অতনু দাসের

প্যারিস অলিম্পিক মিস করার পর পুনরায় ভারতীয় রিকার্ভ আর্চারি দলে ফিরলেন অতনু দাস। প্রকাশিত হলো নতুন রিকার্ভ ও কম্পাউন্ড দলের নাম।

টানা ৪ দিন শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না

বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল চার দিনের জন্য বন্ধ থাকবে। বাতিল হচ্ছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

আরও পড়ুন

নেতাজির ১৫টি উক্তি, আজও অনুপ্রেরণা জোগায় প্রতিটি দেশবাসীকে

"তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উক্তি যেমন সকলেই শুনেছেন সেই রকম আরও কিছু বার্তা তিনি দিয়েছিলেন দেশবাসীকে যা আজও যুবসমাজকে পথ দেখায়। অনুপ্রেরণা দেয় গোটা দেশবাসীকে।

মহাকুম্ভ ২০২৫: প্রথম অমৃত স্নানে ১ কোটি ভক্তের অংশগ্রহণ, নিরাপত্তায় নজরদারি ড্রোন

উত্তর প্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫। প্রথম অমৃত স্নানের দিন সঙ্গমে প্রায় ১...

২৬ জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?

ভারতীয় সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৭ সালের ২৭ অক্টোবর। ২৯৯ সদস্যের একটি গণপরিষদ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে