খবরঅনলাইন ডেস্ক: সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) আবেগকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে বাজিমাত করবেন ভেবেছিলেন তিনি। রিয়া চক্রবর্তীর (Riya Chakraborty) বিরুদ্ধে বিতর্কিত কথাবার্তা বলে বাজার গরম করেছিলেন তিনি।
কিছু প্রমাণিত হওয়ার আগেই রিয়াকে কার্যত খুনি ঠাহর করার চেষ্টা করে গিয়েছিলেন তিনি। এর পর নিজের ডিজিপি পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত তিনি যখন নিলেন, তখন উদ্দেশ্য একটাই থাকতে পারে। ভোটে জিতে বিধায়ক হয়ে মন্ত্রী হওয়া।
কিন্তু হায়! কিছুই জুটল না বিহারের সদ্যপ্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের (Gupteshwar Pandey) কপালে। নীতীশ কুমারের জেডিইউতে (JDU) যোগ দিয়েও টিকিট পেলেন না গুপ্তেশ্বর।
বুধবার রাজ্যের ১১৫টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে নীতীশের দল। সেই প্রার্থীতালিকায় ছিল না পাণ্ডের নাম। প্রথমে মনে করা হচ্ছিল যে নিজের বাসস্থান বক্সার থেকে প্রার্থী হবেন গুপ্তেশ্বর। কিন্তু বিজেপির সঙ্গে যে আসনরফা জেডিইউ-এর হয়েছে, তাতে বক্সার আসনটি বিজেপির হাতে চলে গিয়েছে। সেই আসনে প্রার্থী হচ্ছেন গেরুয়া শিবিরের পরশুরাম চতুর্বেদী।
তবে সূত্রের খবর, গুপ্তেশ্বর পাণ্ডেকে হয়তো বিধান পরিষদের সদস্য করা হতে পারে। তেমনই কথাবার্তা চলছে জেডিইউয়ের অন্দরে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দেশে সক্রিয় রোগীর পতন অব্যাহত, নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও সংক্রমণের হার আরও কমল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।