gir

গির (গুজরাত): নিজেদের বাসস্থানেও সুরক্ষিত নয় বন্যপ্রাণীরা। যে সিংহদের জন্য বিখ্যাত গুজরাতের গির অভয়ারণ্য, সেই গিরেই সিংহদের তাড়া করার অভিযোগ উঠল কয়েক জন বাইকআরোহীর বিরুদ্ধে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে সিংহ, সিংহী এবং শাবক মিলিয়ে মোট চার জনকে তাড়া করেছে এই বাইকআরোহীরা। গাড়ি চাপ পড়ার ভয়ে এবং আওয়াজে কিংকর্তব্যবিমুঢ় হয়ে ছুট লাগাচ্ছে সিংহরা। বাইকআরোহীর কারো মুখই ভিডিওতে স্পষ্ট আসেনি, কিন্তু একটি বাইকের নম্বর দেখা গিয়েছে। ভিডিওতে শোনা যাচ্ছে, সিংহশাবককে তাড়া করার জন্য একজন আরোহীকে গুজরাতি ভাষায় নির্দেশ দিচ্ছে অন্য একজন।

এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে। বন্যপ্রাণীপ্রেমীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনার পরেই দোষীদের খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাতের বন দফতর।

ওয়াকিবহাল মহলের ধারণা, গিরের আমরেলি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে, কারণ সাধারণত ওই দিকে নিরাপত্তার ব্যবস্থা বেশ ঢিলেঢালা। দেখে নিন ঘটনার ভিডিওটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here