INS satpura
আইএনএল সাতপুরা

ওয়েবডেস্ক: ক’দিন আগেই চিনের একেবারে নাকের ডগায় মার্কিন বি-৫২ কৌশলগত অত্যাধুনিক বোমারু বিমানের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে জাপানের বিমান বাহিনী। জাপান সাগর এবং পূর্ব চিন সাগরে এই মহড়া চালিয়েছে দুই দেশ। তার সপ্তাহ না ঘুরতেই বিশাখাপত্তনমে ভারতের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নিল জাপান।

Kaga
কাগা

রবিবার জেআইএমইএক্স-১৮ নামের এই নৌ-মহড়ার সূচনা হয়। জেআইএমইএক্স উপলক্ষে জাপানের নৌ বাহিনীর জেএমএসডিএফ যুদ্ধজাহাজ কাগা, হেলিকপ্টার ধ্বংসকারী ইজুমো এবং একটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধযান ইনাজুমা এসেছে ভারতে।

Inazuma, a guided missile destroyer
ইনাজুমা

ভারতীয় সেনার তরফেও তিনটি দেশীয় যুদ্ধযানের অন্তর্ভুক্তি ঘটেছে জেআইএমইএক্স ১৮-য়। ভারতের রণতরী আইএনএস সাতপুরা, আইএনএস কাদমাত্ত এবং আইএনএস শক্তি এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে। রয়েছে একটি ফ্লিট ট্যাঙ্কারও।

INS Shakti
আইএনএস শক্তি

কী ভাবে চিপ লাগানো নতুন এসবিআই এটিএম কার্ড পাবেন?

ভারতীয় নৌ সেনার তরফে জানানো হয়েছে, আগামী ৯ দিন ধরে চলবে এই মহড়া। শেষবার জেআইএমইএক্স অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বর মাসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন