খবর অনলাইনডেস্ক: আগামী ৫ অক্টোবর সে রাজ্যে ভোট। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো জেরবার হরিয়ানা বিজেপি। ইতিমধ্যেই দল থেকে আট বিদ্রোহীকে বহিষ্কার করেছে বিজেপি। বিদ্রোহীদের মধ্যে এমন একজন রয়েছেন যিনি মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছেন। সবাইকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
দলের রাজ্য সভাপতি মোহনলাল বাডোলি একটি বিবৃতিতে জানিয়েছেন যে বহিষ্কৃতদের তালিকায় প্রাক্তন মন্ত্রী রঞ্জিত চৌতালা রয়েছেন। এ ছাড়া রয়েছেন সন্দীপ গর্গ, যিনি লাডওয়া কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন।
তবে শুধু বিজেপিই নয়, কংগ্রেসও বিদ্রোহের মুখে পড়েছে। সম্প্রতি চিত্রা সারওয়ারাকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির প্রাক্তন মন্ত্রী অনিল ভিজের বিরুদ্ধে আম্বালা ক্যান্টনমেন্ট থেকে নির্দল হিসেবে হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
গত ১০ বছর ধরে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার তৃতীয় মেয়াদের আশা করলেও পরিস্থিতি যথেষ্ট কঠিন তাদের কাছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে এবার কংগ্রেসের পাল্লা ভারী হরিয়ানায়। পাশাপাশি গত লোকসভা নির্বাচনেও ১০টার মধ্যে মাত্র পাঁচটা আসন জিতে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি।
নব্বই সদস্যের হরিয়ানা বিধানসভায় আগামী ৫ অক্টোবর নির্বাচন হবে। ভোট গণনা হবে ৮ অক্টোবর।
আরও পড়ুন