দিল্লিতে বাড়ির সামনেই খুন বিজেপি নেতা, আততায়ী অধরা

0

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল স্থানীয় এক বিজেপি নেতার। তাঁর নাম জিতু চৌধুরী। ঘটনায় যদিও এখনও পর্যন্ত আততায়ীকে ধরতে পারেনি পুলিশ।

বুধবার রাত সওয়া আটটা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় গুলিচালনার ওই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন

দিল্লি পুলিশ সূত্রে খবর, ময়ূর বিহারের সি-ওয়ানে জটলা দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে এক জন। তাঁকে ঘিরে স্থানীয় লোকজনের জটলা।

পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়তে পারেন:

অসম পুলিশের হাতে গ্রেফতার গুজরাতের বিধায়ক জিগনেশ মেবানী, কারণ অজানা

দিল্লিতে সংক্রমণ হাজার ছাড়ালেও এটা চতুর্থ ঢেউয়ের আগমন নয়, মনে করেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ

ঘর ভেঙেছে বুলডোজার, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মহিলার আর্তনাদ, জহাঙ্গিরপুরীর সেই হৃদয়বিদারক ভিডিও

বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালেন বৃন্দা কারাট, জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযান বন্ধ করল প্রশাসন

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন